27 । Dialogue between you and the class teacher about your being late । আপনার দেরী হওয়ার বিষয়ে আপনার এবং ক্লাস শিক্ষকের মধ্যে সংলাপ । Dialogue-Writing ।

Suppose, you have been late in coming to school. Your class teacher asked you the reason. Now, write a dialogue between you and the class teacher about your being late.

মনে কর, তােমার স্কুলে আসত দেরী হয়েছে। তােমার শ্রেণিশিক্ষক কারণ জানতে চেয়েছেন। এখন, তােমার দেরী হওয়া নিয়ে তুমি ও তােমার শ্রেণিশিক্ষকের মধ্যে একটা সংলাপ লেখ।

27 । Dialogue between you and the class teacher about your being late । আপনার দেরী হওয়ার বিষয়ে আপনার এবং ক্লাস শিক্ষকের মধ্যে সংলাপ । Dialogue-Writing ।
Dialogue between you and the class teacher about your being late.

Answer :

Student : Excuse me, may I come in, sir?
ছাত্র : মাফ করবেন, আমি ভিতরে আসতে পারি স্যার?
Teacher : Oh! You? What's the time, my boy?
শিক্ষক : ওহ! আপনি? এখন কটা বাজে, আমার ছেলে?

Student : It's a quarter past 8, sir.
ছাত্র : সন্ধ্যা সাড়ে আটটা টা বাজে, স্যার।
Teacher : And what's your school time?
শিক্ষক : আর তোমার স্কুলের সময় কখন?

Student : At 8 a.m. sir.
ছাত্র : সকাল আটটায় স্যার।
Teacher : Why are you so late?
শিক্ষক : এত দেরি করছ কেন?

Student : Sorry, sir. I could not rise early enough.
ছাত্র : দুঃখিত স্যার। আমি তাড়াতাড়ি উঠতে পারিনি।
Teacher : Frequently you are doing it, aren't you?
শিক্ষক : প্রায়শই আপনি এটা করছেন, তাই না?

Student : Sorry for being late. I'll be punctual from next day, sir.
ছাত্র : দেরি হওয়ার জন্য দুঃখিত আমি পরের দিন থেকেই সময়নিষ্ঠ হয়ে যাব, স্যার।
Teacher : You always say so but do the same.
শিক্ষক : আপনি সবসময় তাই বলেন কিন্তু একই কাজ।

Student : From tomorrow I'll be here on time, sir.
ছাত্র : কাল থেকে আমি সময়মতো এখানে আসব স্যার।
Teacher : Ok. Take your seat.
শিক্ষক : ঠিক আছে। আপনার সিট নিন।

Student : Thank you, sir.
ছাত্র : স্যার, আপনাকে ধন্যবাদ।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post