21 । My childhood memories । আমার শৈশব স্মৃতি । Composition-Writing ।

👉Write a composition on 'Childhood Memories'.

'শৈশব স্মৃতি' সম্পর্কে একটি রচনা লিখুন।

21 । My childhood memories । আমার শৈশব স্মৃতি । Composition-Writing ।
My childhood memories.

My childhood memories.

Answer : Childhood is the happiest and sweetest moment of human life. Childhood memories brighten our hearts and make us forget our sorrows. So I look back on my childhood days and try to enjoy her happy memories. I remember a lot of things that still haunt me today.

শৈশব হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে নিম্পাপ পর্ব এবং সবচেয়ে মধুর মুহূর্তও। শৈশব স্মৃতিগুলাে আমাদের অন্তরকে প্রফুল করে এবং আমাদের দুঃখকে ভুলিয়ে দেয়। তাই আমি আমার শৈশবের দিনগুলােকে ফিরে দেখি এবং তার সুখকর স্মৃতিগুলাে থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করি। আমি অনেক কিছু স্মরণ করি যেগুলাে আমাকে এমনকি আজও আনস্দ দেয়।

My funny half-bale, my innocent naughtiness and my meaningless talk সব everything was a source of great joy to them. There was never an allegation against me. The first memory of my childhood was the day I fell down the stairs when I was three years old. I was so depressed that I cried and cried until I was given ice cream and chocolate. Fortunately I was not injured.

আমার মজার আধাে আধাে বােল, আমার নিরীহ দুষ্টুমি এবং আমার অর্থহীন কথাবার্তা- সবকিছু ছিলাে তাদের কাছে ব্যাপক আনন্দের উৎস। আমার বিরুদ্ধে একটা অনুযােগও কখনো ছিল না। আমার শৈশবের প্রথম স্মৃতি হচ্ছে আমি সিড়ি থেকে পড়ে যাওয়ার দিনটি যখন আমি ছিলাম তিন বছর বয়সী। আমি এত বিষন্ন ছিলাম যে আমাকে আইসক্রিম এবং চকলেট দেওয়া পর্যন্ত কাদছিলাম আর কাঁদছিলাম। সৌভাগ্যক্রমে আমি আহত হইনি।

I vividly remember the day I first went to school. It was a new experience for me, but I loved it. There I befriended a lot of boys I went to school with them and enjoyed them very much. My teachers loved me very much.

আমি স্পষ্টভাবে ঐ দিনটি স্মরণ করি যখন আমি প্রথম বিদ্যালয়ে গিয়েছিলাম। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি এটা খুব বেশি পছন্দ করেছিলাম। সেখানে আমি অনেক ছেলের সাথে বন্ধুত্ব করতাম আমি তাদের সাথে স্কুলে যেতাম এবং এগুলাে খুব বেশি উপভােগ করেছিলাম। আমার শিক্ষকরা আমাকে অনেক বেশি ভালােবাসত।

I still remember those days when I was learning to ride a bicycle. I fell and got injured a few times but never gave up. Eventually I was able to jog around on my bike with friends.

ঐ দিনগুলাে আমি এখনাে স্মরণ করি যখন আমি বাইসাইকেল চালাতে শিখছিলাম। আমি নিজে কয়েকবার পড়ে যাই ও চোট পাই কিন্তু কখনাে ছেড়ে দেয়নি। অবশেষে আমি আমার বাইকে করে বন্ধুদের সাথে আশে পাশে চারদিকে ঘুরার সময় যােগ দিতে সক্ষম হই।

The village market was also a place of great interest to me. It settles twice a week in the center of the village. I used to go there with my Abdur on market day and enjoy a lot. To my great delight, my father often bought me sweets and toys.

গ্রামের বাজারটাও আমার জন্য অনেক আগ্রহের একটা স্থান ছিলাে। এটা গ্রামের কেন্দ্রস্থলে সপ্তাহে দুই বার বসতাে। আমি বাজারের দিন আমার আব্দুর সাথে সেখানে যেতাম এবং অনেক উপভােগ করতাম। আমার ব্যপক আনন্দের জন্য আমার আব্বু প্রায়ই আমাকে মিষ্টি এবং খেলনা কিনে দিতেন।

My memory of stealing fruit is very impressive. I loved stealing mangoes, kale, litchi and other fruits with my friends. One day some of my friends and I went to steal mangoes from a certain tree. But the owner of the tree caught us with us. We were trembling with fear. But Lake did nothing. I will never forget this memory.

আমার ফল চুরি করার স্মৃতি খুবই চিত্তাকর্ষক। আমি আমার বন্ধুদের সাথে আম, কালােজাম, লিচু ও অন্যান্য ফল চুরি করাটা খুব পছন্দের ছিলাে। একদিন আমি এবং আমার কিছু বন্ধু একটা নির্দিষ্ট গাছে আম চুরি করতে গিয়েছিলাম। কিন্তু গাছটির মালিক আমাদেরকে আমসহ ধরে ফেলল। আমরা ভয়ে কাঁপছিলাম। কিন্তু লােকটি কিছু করেনি। আমি এই স্মৃতি কখনাে ভুলতে পারব না।

I really enjoyed my childhood days. In fact, it would have been much more comfortable if I had been back in those days. The only thing that happened there was the death of my grandfather. I had no thoughts or worries. Now I am an adult boy. Now I can't spend a carefree day like I did in the past. 

আমার শৈশবের দিনগুলাে আসলেই অনেক আনন্দে কেটেছিল। প্রকৃতপক্ষে আমি যদি আবার ঐ দিনগুলাে ফিরে পেতাম তাহলে এটা খুব আরামদায়ক হতাে। সেখানে শুধু আমার দাদুর মৃত্যুর ঘটনা ছিল শােকার্ত ঘটনা। আমার কোন ভাবনা ও উদ্বেগ ছিল না। এখন আমি একজন প্রাপ্ত বয়স্ক ছেলে। এখন আমি অতীতে যেমন করেছিলাম ওরকম ভাবনাহীন দিন অতিবাহিত করতে পারিনা।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'WritingSkill24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'WritingSkill24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'WritingSkill24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'WritingSkill24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'WritingSkill24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

WritingSkill24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.

1 Comments

Post a Comment
Previous Post Next Post