20 । Memorable day of my life । আমার জীবনের স্মরণীয় দিন । Composition-Writing ।

Write a composition on "A Memorable Day in Your Life".

"আপনার জীবনে একটি স্মরণীয় দিন" সম্পর্কে একটি রচনা লিখুন।

20 । Memorable day of my life । আমার জীবনের স্মরণীয় দিন । Composition-Writing ।
Memorable day of my life.

Memorable day of my life.

Answer : There are some events in our short lives that cannot be forgotten. They are always fresh in our minds. The first day of my school is a day like that. It was truly an unforgettable day in my life.

আমাদের সংক্ষিপ্ত জীবনে কিছু ঘটনা থাকে যেগুলাে ভুলা যায়না। সেগুলাে সবসময় আমাদের মনে চির সতেজ হয়ে থাকে। আমার বিদ্যালয়ের প্রথম দিনটি হচ্ছে এমন একটি দিন। এটা প্রকৃতপক্ষে আমার জীবনে একটা অবিস্মরণীয় দিন।

I am now a ninth grader. My first day of school was January 1, 1999. Although I have spent a lot of time since that day, the day is still alive in my mind.

আমি এখন নবম শ্রেণির একজন ছাত্র। আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল ১ জানুয়ারী ১৯৯৯। যদিও আমি ঐ দিনটি থেকে অনেক সময় পার করে ফেলেছি, দিনটি আমার মনে এখনাে সমপূর্ণ সজীব হয়ে আছে।

I woke up very early that day. I take a bath and then have my breakfast. Then my mother gave me clothes. A new schoolbag and some books were bought for me. My Abdu and I walk towards the school.

ওই দিন আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমি গােসল করে নিই এবং তারপর আমার সকালের নাস্তা করি। তারপর আমার আম্মু আমাকে পােশাক পরিয়ে দেয়। আমার জন্য একটা নতুন স্কুলব্যাগ এবং কিছু বই কেনা হয়। আমার আব্দু এবং আমি বিদ্যালয়ের দিকে হাঁটা দেই।

It takes twenty minutes to reach the school. The moment I set foot in the school yard, I was shocked. I started thinking about teachers and students. I followed my father and entered the headmaster's room. The headmaster told me to go to him. But I was feeling very ashamed and scared. He asked my name and asked me to read some letters from a book. I was able to read all the letters. He spoke to me fondly. He patted me on the shoulder. Then I felt relieved. I was admitted to the first class.

বিদ্যালয়ে পৌঁছতে বিশ মিনিট লাগে। যে মুহুর্তে আমি বিদ্যালয়ের আঙিনায় পা রাখলাম, আমি বিচলিত হয়ে পড়লাম। আমি শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবতে শুরু করলাম। আমি আমার আব্বুকে অনুসরণ করলাম এবং প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করলাম। প্রধান শিক্ষক আমাকে তাঁর নিকট যেতে বললেন। কিন্তু আমি খুব লজ্জা ও ভয় অনুভব করছিলাম। তিনি আমার নাম জিজ্ঞেস করলেন এবং একটা বই থেকে কিছু বর্ণ পড়তে বললেন। আমি সবগুলাে বর্ণ পড়তে পেরেছিলাম। তিনি আমার সাথে আদর করে কথা বললেন। তিনি আমার কাঁধের উপর চাপড়িয়ে দিলেন। তখন আমি স্বস্থি অনুভব করলাম। আমি প্রথম শ্রেণিতে ভর্তি হলাম।

After admission I got acquainted with my class teacher. The class teacher was Kegam Amin. He took me to his class. My classmates greeted me with smiling faces. I took a seat on the first bench. I sat next to a boy named Apu. Then I talked to the other boys and found out about them. Within a few days I became their best friend.

ভর্তির পর আমি আমার শ্রেণিশিক্ষকের সাথে পরিচিত হলাম। শ্রেণিশিক্ষক ছিলেন কেগম আমীন। তিনি আমাকে তাঁর শ্রেণিতে নিয়ে গেলেন।আমার সহপাঠীরা হাস্যোজ্জ্বল মুখে আমাকে স্বাগত জানাল। আমি প্রথম বেঞ্চে একটা আসন গ্রহণ করলাম। আমি অপু নামে একটি ছেলের পাশে বসলাম। তারপর আমি অন্য ছেলেদের সাথে কথা বললাম এবং তাদের সমপর্কে জানলাম। কিছু দিনের মধ্যে আমি তাদের ভালাে বন্ধু হয়ে গেলাম।

I had three issues that day. Different teachers came on different subjects. Every teacher who spoke to me helped me to be free. All the teachers were kind and friendly.

ঐ দিন আমার তিন বিষয় ছিল। ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন শিক্ষকরা আসলেন। প্রত্যেক শিক্ষক আমার সাথে কথা বললেন আমাকে নিঃসংকোচ হতে সাহায্য করলেন। সব শিক্ষকই ছিলেন দয়ালু এবং বন্ধুভাবাপন্ন।

I spent the first day very well. I made very good friendships with some of my classmates.

প্রথমদিন আমি খুব ভালােভাবে কাটালাম। আমি আমার কিছু সহপাঠীর সাথে খুব ভালাে বন্ধুত্ব তৈরি করলাম।

My first day of school was a memorable day that I will never forget. The sweet memories of that day are still fresh in my mind. When I recall these memories, I feel a lot of joy.

আমার বিদ্যালয়ের প্রথম দিন ছিল একটা স্মরণীয় দিন যেটা আমি কখনাে ভুলিনি। ঐদিনের মধুর স্মৃতিগুলাে আমার মনে এখনো তাজা। যখন আমি এই স্মৃতিগুলাে স্মরণ করি, তখন আমি অনেক আনন্দ অনুভব করি।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post