18 । Internet usage and abuse । ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহার । Composition-Writing ।

We live in the age of science. Internet is one of the amenities of science. Now, write a composition on 'The Uses and Abuses of Internet'

আমরা বিজ্ঞানের যুগে বাস করি। ইন্টারনেট বিজ্ঞানের অন্যতম সুযোগ সুবিধা। এখন, 'ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার' সম্পর্কে একটি রচনা লিখুন।
18 । Internet usage and abuse । ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহার । Composition-Writing ।
 Internet usage and abuse.

Internet usage and abuse.

Answer : The Internet is the latest in modern science. It has made great strides in information and communication systems. It is the connection of telephone with computer through networking method. Now the internet has gained global connectivity and Gaeta has turned the world into a sixth village. Nowadays, in developing countries, the Internet has become an invaluable tool for thoughtful individuals, lawyers and the business community. This is because linking to a global website has become extremely expensive in areas where telecommunications infrastructure is underdeveloped or highly regulated. These groups primarily use the Internet to communicate with individuals or groups via e-mail.

ইন্টারনেট হলাে আধুনিক বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার। এটি তথ্য ও যােগাযােগ পদ্ধতিতে ব্যাপক অগ্রগতি এনে দিয়েছে। এটি নেটওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোনের সংযােগ। এখন ইন্টারনেট বিশ্বব্যাপী সংযােগ পেয়েছে এবং গােটা বিশ্বকে একটা ছােট গ্রামে পরিণত করে দিয়েছে। আজকাল ইন্টারনেট উন্নয়নশীল দেশগুলােতে চিন্তাশীল ব্যক্তিবর্গ উকিল মহল ও ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য অমূল্য যন্ত্রে পরিণত হয়েছে। কারণ বিশ্বব্যাপি ওয়েব সাইটের সাথে যুক্ত করা সেই সকল এলাকায় অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে যেখানে টেলিযােগাযােগের অবকাঠামাে অনুন্নত অথবা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই দলগুলাে ই-মেইলের মাধ্যমে ব্যক্তি বা অন্তদলগুলাের সাথে যােগাযােগ করতে প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবহার করে।

Everything has its pros and cons. The Internet is no exception. There are also some abuses. Especially teenagers are getting addicted to internet. Most of the time they are chatting with friends and strangers. And thus they are wasting their precious time even though it is a good time to study with their mind. They are addicted to pornography and do a lot of harmful things. As a result, they are moving away from education and moral decay. Sometimes terrorists take advantage of the Internet to further their nefarious purposes. Computer hacking using the internet is a daily occurrence. It is also used to spread rumors which create chaos in the society. In addition, there is a risk of personal information being stolen on the Internet.

সবকিছুরই ভালাে ও মন্দ উভয় দিক রয়েছে। ইন্টারনেট ও এর ব্যতিক্রম নয়। এরও কিছু অপব্যবহার রয়েছে। বিশেষ করে কিশাের- কিশােরীরা ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বেশিরভাগ সময়ই তারা বন্ধু ও অপরিচিত মানুষদের সাথে আড্ডায় নিয়ােজিত থাকে। এবং এভাবে তারা তাদের মূল্যবান সময়ের অপচয় করছে যদিও এটি হলাে তাদের মনােযােগের সাথে পড়াশােনা করার উপযুক্ত সময়। তারা পর্ণগ্রাফিতে ঝুঁকে থাকে এবং আরাে অনেক ক্ষতিকর কাজ করে। ফলে তারা পড়শুনা থেকে দূরে সরে যাচ্ছে এবং নৈতিক অবক্ষয় হচ্ছে। মাঝে মাঝে সন্ত্রাসীরা তাদের অসৎ উদ্দেশ্য সাধনে ইন্টারনেটের আসল সুবিধাটুকু গ্রহণ করে। ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার হ্যাকিং নিত্য ঘটনা। গুজব ছড়াতেও এটি ব্যবহৃত হয় যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া, ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশংকা থাকে।

The World Wide Web is the primary navigation tool used by people to navigate the Internet world through hyperlinks. The web gives users the ability to navigate from one document to another as well as search engines to help researchers find documents.

হাইপার লিংকের মাধ্যমে ইন্টারনেট জগতে গমন করতে ওয়াল্ল্ড ওয়াইড ওয়েবই হলাে মানুষ কর্তৃক ব্যবহৃত প্রাথমিক নেভিগেশন টুল। ওয়েবটি ব্যবহারকারীকে পাশাপাশি এক ডুকমেস্ট থেকে অন্য ডুকমেন্টে যাওয়ার ক্ষমতা দেয় যখন সার্চ ইঞ্জিন গবেষকদের কাগজপত্র খোঁজায় সাহায্য করতে পারে।

Most Internet-based publications are published on The World Wide Web, and documentation is provided in almost every language in the country.

বেশীরভাগ ইন্টারনেট ভিত্তিক প্রকাশনা দ্যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রকাশিত হয় এবং নথিপত্রগুলাে প্রায় যে কোনাে দেশের যে কোনাে ভাষায় প্রদান কর হয়।

In fact, the Internet is the most wonderful discovery of modern science. Its necessity is important for the person who uses it for his business and other purposes. But we need to be aware of its abuse.

আসলেই, ইন্টারনেট হলাে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষার। যে ব্যক্তি তার ব্যবসা ও অন্যান্য উদ্দেশ্য এটি ব্যবহার করে তার জন্য এর প্রয়ােজনীয়তা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদেরকে এর অপব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post