16 । Climate change in Bangladesh । বাংলাদেশের জলবায়ু পরিবর্তন । Composition-Writing ।

Write a composition on 'Climate Change in Bangladesh'.

'বাংলাদেশের জলবায়ু পরিবর্তন' নিয়ে একটি রচনা লিখুন।

16 । Climate change in Bangladesh । বাংলাদেশের জলবায়ু পরিবর্তন । Composition-Writing ।
Climate change in Bangladesh.

Climate change in Bangladesh.

Answer : Climate change is the change in the nature of the global climate. This can lead to an increase in temperature which increases the catastrophic natural disasters. Although our planet has seen significant climate change in its history, the current problem is even more alarming due to the rate of change in human activity. Due to the increasing concentration of greenhouse gases, our climate is expected to change even more in the coming decades.

জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক জলবায়ুর ধরণে পরিবর্তন। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে যা ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্য় বৃদ্ধি করে।যদিও আমাদের গ্রহ এর ইতিহাসে উল্লেখযােগ্য জলবায়ু পরিবর্তন দেখেছে, বর্তমানের সমস্যা মানব কর্মকান্ডের পরিবর্তনের হারের কারণে এমনকি অধিকতর আশংকাজনক। গ্রীনহাউজ গ্যাসের বৃদ্ধিপ্রাপ্ত ঘনত্বের কারণে আসন্ন দশকগুলােতে আমাদের জলবায়ু এমনকি আরাে অধিক পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে।

Bangladesh, a country located in South Asia, is the country most affected by climate change in the world. Climate change has a profound effect on the country's agriculture, infrastructure and way of life. This is mainly due to the geographical location of the country making it a victim of widespread natural disasters.

দক্ষিন এশিয়ায় অবস্থিত একটা দেশ বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তন দ্বারা আক্রান্ত দেশ। দেশটির কৃষি, অবকাঠামাে এবং জীবন ধারায় জলবায়ু পরিবর্তনের ব্যপক প্রভাব রয়েছে। এটা প্রধানত দেশটির ভৌগােলিক অবস্থানের কারণে এটাকে ব্যপকভাবে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার বানাচ্ছে।

Bangladesh has a flat, lowland land and lacks institutional layout. Climate change has become a very serious issue for the citizens and the government of Bangladesh. More than 80% of the land area is flooded. About two-thirds of the population of Bangladesh is engaged in agriculture; So climate change will hurt these farmers badly. These natural disasters cause floods, cyclones, hurricanes, extreme temperatures and droughts in the country. Most of the northern part of Bangladesh suffers from extreme temperature problems.

বাংলাদেশের একটি সমতল, নিম্নাঞ্চলীয় ভূমি রয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিন্যাসের ঘাটতি রয়েছে। জলবায়ু পরিবর্তন এর নাগরিক এবং বাংলাদেশ সরকারের জন্য একটা খুবই গুরুতর ব্যপার হয়ে দাঁড়িয়েছে। স্থলভাগের ৮০% এরও বেশি বন্যা কবলিত। বাংলাদেশের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ কৃষিকাজে নিযুক্ত; তাই জলবায়ু পরিবর্তন এই কৃষকদেরকে খারাপভাবে আঘাত করবে। এই প্রাকৃতিক বিপর্যয়গুলাে দেশে বন্যা, ঘূর্ণিঝড়, তুফান, অত্যধিক তাপমাত্রা এবং খরা বয়ে আনে। বাংলাদেশের উত্তরাঞ্চলের অধিকাংশ অত্যধিক তাপমাত্রার সমস্যায় ভুগে থাকে।

The World Bank warns Bangladesh of the worst effects of climate change by 2100. The report estimates that sea level will rise by 3 feet. Even a one-meter sea level rise would inundate one-third of the entire area of ​​Bangladesh. As a result, about 25-30 million lakes will be uprooted. It will cause widespread flooding and crop loss in our country. It is also worth noting that it will lead to poverty and inflation.

২১০০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ ভােগান্তির জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে সতর্ক করে। প্রতিবেদনটি অনুমান করে যে সাগরের স্তর ৩ ফুট বৃদ্ধি পাবে। এমনকি এক মিটারের একটি সাগরের স্তর বৃদ্ধি বাংলাদেশের পুরাে এলাকার এক-তৃতীয়াংশ প্লাবিত করে ফেলবে। ফলে প্রায় ২৫-৩০ মিলিয়ন লােক ছিন্নমূল হয়ে সাবে। এটা আমাদের দেশে ব্যপক প্লাবন এবং ফসলহানি ঘটাবে। এটাও উল্লেখ্য যে এটি দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতি ঘটাবে।

Developed countries are most responsible for climate change. So they have to take responsibility for protecting the affected countries and reducing the amount of damage. At the same time, we need to take some steps to protect ourselves from the threat of climate change. The following steps can be taken :

উন্নত দেশগুলাে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী। তাই তাদেরকে ভূক্তভােগী দেশগুলাে রক্ষা এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনার দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আমাদেরকে জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিলিখিত পদক্ষেপগুলাে গুলা গ্রহণ করা যেতে পারে :

1. Reduce the use of CFC, fuel wood, fossil fuels and other greenhouse gases.
2. Increase afforestation program.
3. Observing global climate trends.
4. Raise public awareness.
We must develop effective and sustainable approaches and strategies to meet the challenges of climate change. It is our responsibility to address the imbalances in the environment.

১. সিএফসি, জ্বালানি কাঠ, জীবাশ্ম জ্বালানী ও অন্যান্য গ্রীনহাউজ গ্যাস এর ব্যবহার কমিয়ে আনা।
২. বৃক্ষরােপণ কর্মসূচি বৃদ্ধি করা।
৩. বৈশ্বিক জলবায়ুর প্রবণতা পর্যবেক্ষণ করা।
৪. জনসচেতনতা বৃদ্ধি করা।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মােকাবেলা করার জন্য আমাদের কার্যকরী ও টেকসই কর্মপন্থা ও কৌশল প্রস্তুত করা উচিৎ। পরিবেশের ভারসাম্যহীনতা দূর করা আমাদের দায়িত্ব।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post