15 । Population problem of Bangladesh । বাংলাদেশের জনসংখ্যা সমস্যা । Composition-Writing ।

Bangladesh is an overpopulated country. Consequently, she is having a lot of problems for her over population. Now, write a short composition on "Population Problem in Bangladesh".

বাংলাদেশ একটি জনবহুল দেশ। ফলস্বরূপ, তিনি তার জনসংখ্যার বেশি সমস্যায় পড়ছেন। এখন "বাংলাদেশের জনসংখ্যার সমস্যা" নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা লিখুন।

15 । Population problem of Bangladesh । বাংলাদেশের জনসংখ্যা সমস্যা । Composition-Writing ।
Population problem of Bangladesh.

Population problem of Bangladesh.

Answer : Bangladesh is a densely populated country. The rate of population growth in Bangladesh is a matter of concern at this time. This is a very serious problem for us. The high rate of population growth complicates every aspect of our lives.

বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এই সময়ের একটা আলােচ্য বিষয়। এটা আমাদের জন্য একটা খুব মারাত্মক সমস্যা। জনসংখ্যার বৃদ্ধির উচ্চ হার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে।

There are some reasons behind the overpopulation in Bangladesh. Our climate, weather, geography, child marriage, polygamy and high birth rates are responsible for overpopulation. Superstition, superstition and bigotry are also responsible for this population problem. On the other hand, mortality is being breathed for better health care, better medical care etc. If the population grows at the current rate, it will double in the next twenty years.

বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার পিছনে কিছু কারণ রয়েছে। আমাদের জলবায়ু, আবহাওয়া, ভৌগােলিক অবস্থা, বাল্যবিবাহ, বহুবিবাহ এবং উচ্চ জন্মহার অতিরিক্ত জনসংখ্যার জন্য দায়ী। অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং গোঁড়ামিও এই জনসংখ্যা সমস্যার জন্য দায়ী। পক্ষান্তরে উত্তম স্বাস্থসেবা, উন্নত চিকিৎসা সেবা ইত্যাদির জন্য মৃত্যুহার স্বাস পাচ্ছে। বর্তমান হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে পরবর্তী বিশ বছর সময়ে এটা দ্বিগুণ হয়ে যাবে।

Population problems are caused by poverty, illiteracy, anger, failure in agriculture, lack of food, lack of living space, etc. Food production cannot keep pace with population growth. So there is an acute food crisis in the country. That is why our standard of living is very low. If the population is allowed to grow in this way, the whole nation will suffer the consequences.

জনসংখ্যা সমস্যা দারিদ্র্য, নিরক্ষরতা, রােগব্যাধী, কৃষিতে ব্যর্থতা, খাদ্যের অভাব, বসবাসের জায়গার ঘাটতি ইত্যাদির মতাে অন্যান্য, সমস্যাগুলাে সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদন তাল মিলাতে পারেনা। তাই দেশে তীব্র খাদ্য সংকট বিরাজ করে। এইজন্য আমাদের জীবনমান খুবই নিম্ন। যদি এইভাবে জনসংখ্যা বাড়তে দেওয়া হয় তবে পুরাে জাতি এর মারাত্মক ফলাফল ভােগ করবে।

We should take effective steps to solve this problem. We must get rid of the curse of overpopulation. There are only three ways to solve the problem. One is to effectively reduce the birth rate, the other is to produce more food and the third is to create more employment opportunities. In addition to these, child marriage should be banned. The two-party policy must be spread across the country. A massive campaign is needed about the bad consequences of high birth rates. Our present government is trying its best to curb the birth rate. For this purpose family planning facilities have been introduced in all hospitals and upazila health complexes. The media is also playing a good role. They are campaigning extensively for the results of the overpopulation.

এই সমস্যা সমাধানের জন্য আমাদের কার্যকরি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদেরকে অবশ্যই অতিরিক্ত জনসংখ্যার অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। সমস্যাটি সমাধানের জন্য শুধু তিনটি উপায় রয়েছে। একটি হচ্ছে কার্যকরীভাবে জন্মহার রােধ করা, অন্যটি হচ্ছে অধিকহারে খাদ্য উৎপাদন করা এবং তৃতীয়টি হচ্ছে অধিক কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা। এগুলাের পাশাপাশি বাল্যবিবাহ নিষিদ্ধ হওয়া উচিত। দুই সভান নীতি দেশের সর্বত্র অবশ্যই ছড়িয়ে দিতে হবে। উচ্চ জন্মহারের খারাপ ফলাফল সম্পর্কে একটা ব্যাপক প্রচারণা দরকার। আমাদের বর্তমান সরকার জন্মহার রােধ করতে সর্বোচ্চ চেষ্টা করছে। এই উদ্দেশ্যে পরিবার পরিকল্পনা সুবিধাকে সব হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে। মিডিয়াও একটা ভালাে ভূমিকা পালন করছে। অতিরিক্ত জনসংখ্যার ফলাফল নিয়ে তারা ব্যপক প্রচারণা চালাচ্ছে।

In our opinion, in a developing country, overpopulation is a big odyssey and a serious problem. This problem will be solved if the people and the government use the resources of the country and do other things sincerely. So to build a happy and prosperous country, we all have to take a solemn oath to solve the problem.

আমাদের মতাে একটা উন্নয়নশীল দেশে, অতিরিক্ত জনসংখ্যা একটা বড় অডিশাপ এবং মারাত্বক সমস্যা। যদি জনগণ ও সরকার দেশের সম্পদ ব্যবহার করে এবং আন্তরিকভাবে অন্যান্য কাজগুলাে করে তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাই একটা সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে আমাদের সবাইকে সমস্যাটি সমাধানের জন্য একটা উদাত্ত শপথ নিতে হবে।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post