11 । Use of computer in daily life । দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার । Composition-Writing ।

Nowadays 'computer' is widely used in different sections. So Bangladesh Government also wants to make Bangladesh digital. Now, write a composition regarding "The Uses of Computer in our Everyday Life."

আজকাল 'কম্পিউটার' বিভিন্ন বিভাগে বহুল ব্যবহৃত হয়। তাই বাংলাদেশ সরকারও বাংলাদেশকে ডিজিটাল করতে চায়। এখন, "আমাদের প্রতিদিনের জীবনে কম্পিউটারের ব্যবহারগুলি" সম্পর্কিত একটি রচনা লিখুন।

11 । Use of computer in daily life । দৈনন্দিন জীবনে কমিপিউটারের ব্যবহার । Composition-Writing ।
Use of computer in daily life.

Use of computer in daily life.

Answer : The computer is one of the wonderful discoveries of modern science. It has caused many surprises in our lives. It has made our lives easier and more comfortable. We can't think of our day without the use of computer. It has consumed every aspect of our daily lives.

কম্পিউটার আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলাের মধ্যে অন্যতম। এটা আমাদের জীবনে অনেক বিস্ময় সৃষ্টি করেছে। এটা আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। কম্পিউটার ব্যবহার ছাড়া আমরা আমাদের দিন চিন্তাই করতে পারব না। এটা আমাদের প্রাত্যাহিক জীবনের প্রত্যকটা ক্ষেত্রকে গ্রাস করে নিয়েছে।

A computer is a scientific calculator. It can accomplish complex and huge calculations, with amazing speed, accuracy and perseverance. It receives information, performs tasks as directed, and delivers results.

কম্পিউটার একটি বৈজ্ঞানিক গণনাকারী যন্ত্র। এটা জটিল ও বিশাল গণনা, বিস্ময়কর গতি, নির্ভূলতা এবং অধ্যবসায়ের সাথে সম্পাদন করতে পারে। এটা তথ্য গ্রহণ করে, নির্দেশনা অনুসারে কার্য সম্পাদন করে এবং কাজের ফলাফল সরবরাহ করে।

The use of computers is manifold. The computer completes the task in seconds. A detailed solution in minutes is justified. Computers are now used by every research worker, every senior doctor, engineer or technician.

কম্পিউটারের ব্যবহার বহুবিধ। কম্পিউটার সেকেন্ডের মধ্যে নির্ধারিত কাজ সমপন্ন করে। মিনিটের মধ্যে বিস্তারিত সমাধান যথার্থ হয়। বর্তমানে প্রত্যেক গবেষণা কর্মী, প্রত্যেক জ্যেষ্ঠ ডাক্তার, প্রকৌশলী বা প্রযুক্তিবিদ কর্তৃক কম্পিউটার ব্যবহৃত হয়।

Computers have now entered almost every field of human activity. Using a computer, anyone can watch video CDs and video conferencing, sending large amounts of information from one device to another in a remote corner of the globe.

মানব কর্মকান্ডের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে বর্তমানে কম্পিউটার প্রবেশ করেছে। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে যে কেউ ভিডিও সিডি এবং ভিডিও কনফারেন্স দেখতে পারে, পৃথিবীর দূরবর্তী কোনে একটা যন্ত্র থেকে আরেকটাতে প্রচুর পরিমাণে তথ্য পাঠাতে পারে।

It helps a doctor diagnose anger. It helps an engineer in his work; Guides the pilot or gives safety to the sailor; It helps government or private officials or businessmen in many ways. It is an important part of every institution, every office and public or private establishment in some countries.

এটা একজন ডাক্তারকে রােগ নির্ণয়ে সাহায্য করে। এটা একজন প্রকৌশলীকে তার কাজে সাহায্য করে; বৈমানিককে পথ দেখায় বা নাবিককে নিরাপত্তা দেয়; এটা সরকারি বা বেসরকারি কর্মকর্তা বা ব্যবসায়ীকে অনেকভাবে সাহায্য করে। এটা কতিপয় দেশে প্রত্যেক প্রতিষ্ঠান, প্রত্যেক অফিস এবং সরকারী বা বেসরকারী স্থাপনায় একটা গুরুত্বপূর্ণ অংশ।

Programme computers are being used to control and monitor the movement of vehicles around the world, to preserve air and rail seats, to educational institutions, defense institutions, ships and planes.

প্রােগ্রাম কম্পিউটারগুলাে সারা বিশ্বব্যাপী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ, বিমান ও রেলে আসন সংরক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিরক্ষা প্রতিষ্ঠান, জাহাজ এবং প্লেনে ব্যবহৃত হচ্ছে।

Nowadays many daily activities in home and business are done by computer. Computer science, technology and industry have proven to be friends and collaborators. Most offices, shops, factories use computers. The Internet is a storehouse of information. Computers are a blessing to everyone. Telecommunication and satellite imagery are computer based. Today computers have turned the world into a global village.

আজকাল বাসা-বাড়িতে এবং ব্যবসা-বাণিজ্যে অনেক দৈনন্দিন কাজকর্ম কম্পিউটার দ্বারা করা হয়। কম্পিউটার বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পকারখানায় বন্ধু ও সহযােগী হিসেবে প্রমাণিত হয়েছে। অধিকাংশ অফিস, দোকান, শিল্প কারখানা কম্পিউটার ব্যবহার করে। ইন্টারনেট হচ্ছে তথ্যের ভান্ডার। কম্পিউটার সবার কাছে একটা আশির্বাদ। টেলিযােগাযােগ এবং উপগ্রহ চিত্রাবলী হচ্ছে কম্পিউটার ভিত্তিক। আজকে কম্পিউটার বিশ্বকে বৈশ্বিক গ্রামে পরিণত করেছে।

In short, computers have become an integral part of human life. It has its pros and cons. To improve our lives we need to accept the good and avoid the bad.

সংক্ষেপে, কম্পিউটার মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এটার ভালাে দিকের পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে। আমাদের জীবনকে উন্নত করার জন্য ভালাে দিকগুলাে গ্রহণ এবং খারাপ দিকগুলাে বর্জন করতে হবে।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post