10 । The wonder of science or modern science in everyday life । দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা আধুনিক বিজ্ঞানের বিশ্ময় । Composition-Writing ।

Write a composition on "Science in Everyday Life".

"প্রতিদিনের জীবনে বিজ্ঞান" উপর একটি রচনা লিখুন।

10 । The wonder of science or modern science in everyday life । দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা আধুনিক বিজ্ঞানের বিশ্ময় । Completing-Writing ।
The wonder of science or modern science in everyday life.

The wonder of science or modern science in everyday life.

Answer : We live in the age of science. We cannot think of modern life without the blessings of science. Science has given us so much. These scientific discoveries have made our lives easier and more comfortable. It has made the world a better place. Science has discovered different things. Recent discoveries in the science of telephone, telegraph, radio, mobile etc. With the help of these we can communicate with others in a moment. We see the blessings of science in medicine, medicine, education, agriculture, transportation, construction and industry. The contribution of science in these fields is indescribable.

আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি। আমরা বিজ্ঞানের আশির্বাদ ছাড়া আধুনিক জীবনের কথা চিন্তাই করতে পারিনা। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে। বিজ্ঞানের এই আবিষ্কারগুলো আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করেছে। এটা বিশ্বকে অধিকতর ছেট করে এনেছে। বিজ্ঞান বিভিন্ন জিনিস আবিষকার করেছে। টেলিফোন, টেলিগ্রাফ, বেতারযন্ত্র, মােবাইল ইত্যাদি বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার। এগুলাের সাহায্যে আমরা মুহূর্তের মধ্যে অন্যদের সাথে যােগাযােগ করতে পারি। আমরা চিকিৎসা, বিনােদন, শিক্ষা, কৃষি, পরিবহন, নির্মাণ এবং শিল্প প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞানের আশির্বাদ দেখতে পাই। এসব ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অবর্ণনীয়।

In urban life we ​​enjoy the gifts of science the most. Here communication and healthcare are maintained by science. We use computers that have been invented by science. We can't go a day without mobile, computer, internet, telephone, electric fan etc. which are the inventions of science.

নগর জীবনে আমরা বিজ্ঞানের উপহারগুলাে সবচেয়ে বেশি উপভােগ করি। এখানে যােগাযােগ এবং স্বাস্থ্যব্যবস্থা বিজ্ঞানের দ্বারা বজায় রাখা হয়। আমরা কমিপউটার ব্যবহার করি যা বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত হয়েছে। আমরা মােবাইল, কমিপউটার, ইন্টারনেট, টেলিফোন, বৈদ্যুতিক পাখা ইত্যাদি ব্যতীত একদিনও চলতে পারিনা যেগুলাে বিজ্ঞানেরই আবিষ্কার।

In the case of medical science, science has reduced human isolation and increased the bliss of life. Penicillin, X-ray, biopsy, ultrasonography and E.C.G. Etc the wonder of modern science. Doctors and nurses can't go a day without them. Many lakes have died in the past due to lack of proper medical treatment.

চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান মানুষের ভােগান্তি হ্রাস করেছে এবং এটি জীবনের পরমানন্দ বৃদ্ধি করেছে। পেনিসিলিন, এক্স-রে, বায়ােপসি, আল্ট্রাসনােগ্রাফী এবং ই.সি.জি. ইত্যাদি আধুনিক বিজ্ঞানের বিস্ময়। ডাক্তার এবং রােগীরা এগুলাে ছাড়া একদিনও চলতে পারেনা। অতীতে যথাযথ মেডিকেল চিকিৎসার অভাবে অনেক লােক মারা গিয়েছিল।

In the field of education, science has expanded the horizons of our knowledge. We can read books that are printed with the help of science. With the blessings of science we can read newspapers and know what is happening in the world.

শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান আমাদের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করেছে। আমরা বই পাঠ করতে পারি যা বিজ্ঞানের সাহায্যে ছাপানাে হয়। বিজ্ঞানের আশির্বাদের ফলে আমরা সংবাদপত্র পাঠ করতে পারি এবং বিশ্বে যা যা ঘটছে জানতে পারি।

In agriculture, science has invented trustees, power tillers, power pumps etc. In addition, the use of scientific methods has increased the amount of grain. These discoveries have benefited our farmers.

কৃষিক্ষেত্রে বিজ্ঞান ট্রাষ্টর, পাওয়ার টিলার, পাওয়ার পামপ ইত্যাদি আবিষ্কার করেছে। পাশাপাশি, বৈজ্ঞানিক পদ্মতির ব্যবহার শস্যের পরিমাণ বাড়িয়ে দিয়েছে,। এই আবিষ্কারগুলাে আমাদের কৃষকদের উপকৃত করেছে।

Science has also added a new dimension to the way we communicate. In the field of transportation, it has invented airplanes, buses, steamers, rockets, launches, etc. These inventions have reduced the distance of space. In this way science has saved our precious time. We can now travel hundreds of miles in a short time.

আমাদের যােগাযােগের পদ্ধতিতেও বিজ্ঞান এক নতুন মাত্রা যােগ করেছে। যােগাযােগের ক্ষেত্রে এটি উড়ােজাহাজ, বাস, স্টিমার, রকেট, লঞ্চ ইত্যাদি আবিষ্কার করেছে। এই আবিষকারগুলাে স্থানের দূরত্ব লাঘব করেছে। এভাবে বিজ্ঞান আমাদের মূল্যবান সময়কে সাশ্রয় করেছে। আমরা এখন অল্প সময়ে শত শত মাইল ভ্রমণ করতে পারি।

In fact, our life is not possible without the help of science. We should use science but not abuse. Rather we should use science for the ultimate welfare of humanity.

প্রকৃতপক্ষে বিজ্ঞানের সহযােগিতা ছাড়া আমাদের জীবন সম্ভব নয়। আমরা বিজ্ঞানের ব্যবহার করা উচিৎ কিন্তু অপব্যবহার নয়। বরং আমাদের মানবতার পরম কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করা উচিত।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post