09 । My favorite hobby । আমার প্রিয় শখ । Composition-Writing ।

Write a composition on 'Your Favourite Hobby'.

'আপনার প্রিয় শখ' সম্পর্কে একটি রচনা লিখুন।

09 । My favorite hobby । আমার প্রিয় শখ । Completing-Writing ।
My favorite hobby.

My favorite hobby.

Answer : Hobby is nothing but an alternative mental profession. So hobby refers to a favorite activity that a person does for pleasure and which is not in accordance with his regular activities. It doesn't make sense for him but it gives him a lot of joy and excitement. A person must have a hobby for a healthy mind and good health. Hobby is a hobby for those who are engaged in heavy mental activities. The great people of the world took up hobbies to free the mind from the monotony of their original work.

শখ একটি বিকল্প মানসিক পেশা ছাড়া আর কিছুনা। সুতরাং শখ বলতে একটা প্রিয় কাজকে বুঝায় যা একজন ব্যক্তি বিনােদনের জন্য করে এবং যা তার নিয়মিত কর্মের মতাে নয়। এটা তার জন্য অর্থ নিয়ে আসেনা কিন্তু এটা তাকে অনেক আনন্দ এবং বিনােদন দেয়। একজন মানুষের একটা সুস্থ মন এবং সুস্বাস্থ্যের জন্য অবশ্যই একটা শখ থাকা উচিত। যারা ভারী মানসিক কাজকর্মে নিয়ােজিত তাদের জন্য শখ হচ্ছে চিত্তবিনােদন। বিশ্বের মহৎ ব্যক্তিগণ শখকে তাদের মূল কাজের একঘেয়েমি থেকে মনকে মুক্ত করার জন্য গ্রহণ করেছিলেন।

Since I am a student, I also have a favorite hobby which is gardening. One might wonder why I spend so much time thinking and doing such a thing. One could say that it is a waste of time and energy. But I don't think so. No other hobby can bring me more pleasure than this. The one or two hours I spend in the garden daily is not lost. It strengthens my body and refreshes my mind.

যেহেতু আমি একজন শিক্ষার্থী, আমারও একটা প্রিয় শখ রয়েছে যা হচ্ছে বাগান করা। আমি কেন এরকম একটা কাজে সময় ব্যয় এবং চিন্তা করি সেইজন্য কেউ অবাক হতে পারে। কেউ বলতে পারে এটা একটা নিছক সময় এবং শক্তির অপচয়। কিন্তু আমি এমনটা মনে করিনা। এটার চেয়ে অন্য কোন শখ আমাকে বেশি আনন্দ এনে দিতে পারবেনা। দৈনিক যে এক বা দুই ঘন্টা আমি বাগানে ব্যয় করি সেটা হারানাে নয়। এটা আমার দেহকে শক্তিশালী এবং মনকে সতেজ করে।

I have my own garden in front of my house. Whenever I have time, I work on it. I shovel the soil with a spade, uproot the weeds and plant flower seedlings in it. Sometimes I sow the seeds of some trees and water them regularly. I also built a fence around the garden with bamboo sticks. So cattle, birds and naughty children can do no harm to it. My garden has all kinds of flowers and it never grows without flowers. In the morning my heart danced with joy to see my garden full of different kinds of flowers.

আমার বাড়ির সম্মুখে আমার নিজের একটা বাগান রয়েছে। যখনই আমি সময় পাই, আমি এটাতে কাজ করি। আমি কোদাল দিয়ে মাটিকে ঝুরঝুরে করি, আগাছা উপড়ে ফেলি এবং এতে ফুলের চারা রােপণ করি। মাঝে মাঝে আমি কিছু গাছের বীজ বপন করি এবং নিয়মিত সেগুলােতে পানি দিই। আমি বাগানের চারগাশে বাঁশের লাঠি দিয়ে একটা বেড়াও দিয়েছি। তাই গবাদি পশু, পাখি এবং দুষ্ট শিশুরা এর কোন ক্ষতি করতে পারেনা। আমার বাগানে সব ধরনের ফুল রয়েছে এবং এটা কখনাে ফুল ব্যতীত থাকেনা। সকালে আমার বাগান বিভিন্ন প্রকারের ফুলে পরিপূর্ণ দেখে আমার হৃদয় আনন্দে নেচে উঠে।

Hobby helps me in different ways. It refreshes my mind and makes me forget about life's problems and worries. It is helpful for my health. I was a rag boy before I made the garden. But when I started the garden and worked on it for a while, my health improved. Thus, hobbies are a great source of joy and happiness for me. The fresh air of the garden cheers my mind. The physical labor I do in the garden keeps my body healthy. So my hobby is useful to me in different ways.

শখ আমাকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। এটা আমার মনকে সতেজ করে এবং আমাকে জীবনের সমস্যা ও দুশ্চিন্তাগুলাে ভুলিয়ে দেয়। এটা আমার স্বাস্থ্যের জন্য সহায়ক। বাগানটি তৈরি করার পূর্বে আমি একজন রগ্ন বালক ছিলাম। কিন্তু আমি যখন বাগানটি শুরু করেছিলাম এবং এতে কিছু সময় কাজ করেছিলাম, তখন আমার স্বাস্থ্য উন্নত হয়েছিল। এভাবে শখ আমার নিকট আনন্দ ও বিনােদনের একটি বড় উৎস। বাগানের সতেজ বাতাস আমার মনকে প্রফুল্ল করে। বাগানে আমি যে শারীরিক শ্ৰম দিই সেটা আমার দেহকে সুস্থ রাখে। সুতরাং আমার শখ বিভিন্ন উপায়ে আমার নিকট উপকারী।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post