15 । A Letter to your friend advising him/her to give up smoking । আপনার বন্ধুর কাছে একটি চিঠি তাকে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় । Letter-Writing ।

Suppose, you are Nasim/Nasima of 50 Kazalshah, Sylhet-3100. You have a best friend named Salam/Salma who lives at 30 Pallabi, Ali Para, Sunamgonj 3070. She/he is a chain smoker. You know that smoking is a bad habit and it causes much fatal illness. Now, write a letter to your friend advising him/her to give up smoking.

ধরুন, আপনি 50 কাজলশাহের নাসিম/নাসিমা, সিলেট -3100। সালাম/সালমা নামে আপনার এক সেরা বন্ধু আছে যিনি 30 পল্লবী, আলি পাড়া, সুনামগঞ্জের 3070 এ বাস করেন। তিনি চেইন ধূমপায়ী। আপনি জানেন যে ধূমপান একটি খারাপ অভ্যাস এবং এটি প্রচুর মারাত্মক অসুস্থতার কারণ হয়। এখন, আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন যাতে তাকে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।

15 । A letter to your friend advising him/her to give up smoking । আপনার বন্ধুর কাছে একটি চিঠি তাকে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় । Letter-Writing ।
A letter to your friend advising him/her to give up smoking.

50 Kazalshah, Sylhet-3100
18 June, 2021

Dear Salam,
I am very sorry to hear that you have been suffering from the troubles of heart for a long time. This is, i think, because of your addiction, to smoking. This habit is highly injurious o health as it generates heart disease. One puff of cigarette smoke contains fifteen billion harmful particles of matter. Besides, this is a wastage of money. It damages our lungs gradually. Fatal diseases like cancer, heart attack, bronchitis are dreadful results of smoking. At the same time, when you smoke, other non-smokers also feel it very boring and irritating. These are the darker sides of smoking. Hence, you should stop smoking Without wasting time. If you have a firm and strong will force, you will surely be able to give up this bad habit.

Please let me hear in reply how you have been doing. Tender my regards to your parents. With love and best wishes.

Yours ever,
Nasim

[ Envelopes must be made here ]

বঙ্গানুবাদ :

50 কাজলশাহ, সিলেট -3100
18 জুন, 2021

প্রিয় সালাম,
আমি শুনে শুনে খুব দুঃখিত যে আপনি দীর্ঘকাল ধরে হৃদয়ের সমস্যায় ভুগছেন। এটি আমার ধারণা, ধূমপানের প্রতি আপনার আসক্তির কারণ। এই অভ্যাসটি অত্যন্ত ক্ষতিকারক ও স্বাস্থ্যর কারণ এটি হৃদরোগের সৃষ্টি করে। এক ধরণের সিগারেটের ধোঁয়ায় পদার্থের পনেরো বিলিয়ন ক্ষতিকারক কণা থাকে। তা ছাড়া এটি অর্থের অপচয় হয়। এটি ধীরে ধীরে আমাদের ফুসফুসের ক্ষতি করে। ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিসের মতো মারাত্মক রোগ ধূমপানের ভয়ঙ্কর ফলাফল। একই সময়ে, আপনি যখন ধূমপান করেন তখন অন্যান্য ধূমপায়ীদেরও এটি অত্যন্ত বিরক্তিকর এবং বিরক্তিকর মনে হয়। এগুলি ধূমপানের অন্ধকার দিক। সুতরাং, আপনার সময় নষ্ট না করে ধূমপান করা উচিত। আপনার যদি দৃঢ় এবং দৃঢ় ইচ্ছা জোর থাকে তবে আপনি অবশ্যই এই খারাপ অভ্যাসটি ছেড়ে দিতে সক্ষম হবেন।

আপনি কী করছেন তা দয়া করে আমাকে উত্তরে শুনতে দিন। আপনার বাবা-মাকে আমার শ্রদ্ধা জানান। ভালবাসা এবং শুভেচ্ছার সাথে।

তোমার সর্বদা,
নাসিম

[ এখানে খাম আকতে হবে। ]

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'EnglishTecnic24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----

[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'EnglishTecnic24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'EnglishTecnic24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]

Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।

Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'EnglishTecnic24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'EnglishTecnic24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

EnglishTecnic24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post