46 । Sound Pollution । শব্দ দূষণ । Paragraph-Writing ।

Write a paragraph on "Sound Pollution".

"শব্দ দূষণ" উপর একটি অনুচ্ছেদ লিখুন।

46 । Sound Pollution । শব্দ দূষণ । paragraph ।
Sound Pollution.


Sound Pollution.

Answer : Our environmnent is being polluted in various ways. Sound pollution is one of them. It means the ubearable level of sound. The normal tolerance limit of sound is 45 decibels, When the vibration of sound is at a tolerable, and pleasant level, it is simply called sound. But when it is harsh and sharp to the ears, it becomes noise and causes sound pollutioin. The main reasons of sound pollution are the rapid rowth of population, increasing use of machines, vehicle horns, indiscriminate use of microphones and screaming of children. According to a study in Japan, the noise has a very bad effect upon our daily life. Serious harm can be caused to people if they are regularly exposed to sounds exceeding 70 decibels. It is very harmful for the patients and students. The English Second Paper housewives living in cities are the worst sufferers of sound pollution. So we should prevent sound pollution at any cost. Some measures can be taken for this. We can control sound pollution by careful town planning and developing public awareness. The law enforcing agencies can play an important role in this regard. The mass media can also make the people aware of the bad effects of sound pollution.


শব্দ দূষণ।

বঙ্গানুবাদ : বিভিন্ন উপায়ে আমাদের পরিবেশ দৃষিত হচ্ছে। এগুলোর মধ্যে শব্দ দূষণ অন্যতম। এর মানে হলাে শব্দের অসহনীয় মাত্রা। শব্দের স্বাভাবিক সহনীয় মাত্রা হলাে ৪৫ ডেসিবেল। যখন শব্দের কম্পন/স্পন্দন একটা সহনীয় ও সুখকর মাত্রায় থাকে তখন তাকে শব্দ বলে। কিন্তু যখন এটি কানে তীব্র ও ঝাজালাে শােনায়, তখন এটি গােলমাল/হৈচৈ হয়ে যায় ও শব্দ দূষণ ঘটায়। শব্দ দূষণের প্রধান প্রধান কারণগুলাে, হলাে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, যন্ত্রপাতির ক্রমবর্ধমান ব্যবহার, যানবাহনের হর্ন, মাইক্রোফোনের নির্বিচার ব্যবহার এবং বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি। জাপানের একটি গবেষণা অনুযায়ী আমাদের দৈনিন্দিন জীবনে শব্দ দূষণের একটা মারাত্মক প্রভাব রয়েছে। মানুষ যদি নিয়মিতভাবে ৭০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দের মধ্যে থাকে, তাহলে মারাত্মক পরিণতি ঘটতে পারে। রােগী এবং শিক্ষার্থীদের জন্য এটি খুবই ক্ষতিকর। শহরে বসবাসকারী গৃহিনীরা শব্দ দূষণের সবচেয়ে বেশি ভূক্তভোগী। তাই আমাদেরকে যে কোন মূলয শব্দ দূষণ প্রতিরােধ করতে হবে। এই জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সাবধানী নগর পরিকল্পনা ও জনসচেতনতা বাড়িয়ে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারি। এই ক্ষেত্রে আইন প্রয়ােগকারী সংস্থাগুলাে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যমও শব্দ দূষণের কুপ্রভাব/অপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারে।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post