44 । Internet । ইন্টারনেট । Paragraph-Writing ।

Write a paragraph on "Internet."

"ইন্টারনেট" সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

44 । Internet । ইন্টারনেট । paragraph ।
Internet.


Internet.

Answer : Internet communication is the latest invention in the communication system. It is a computerized network of information. It is the largest system of many connected computers around the world. In fact, it is the master of all networks. Now a person, just by pressing the keys of a computer can communicate anywhere he wishes. It works smoothly and rapidly and makes an instant (ST) link. Millions of people from all over the world use internet everyday. Internet has made the world a real global village. A student sitting in his reading room can use the London library and can gather his necessary information. A businessman can observe the world market sitting in his bed room. He can also send emails for his communication purposes. It helps him make a quick decision. We can read any important newspaper of the world through internet. Now most job advertisements are given in the internet and the job seekers can respond through it. People of all spheres and levels can take advantage of this wonderful device. Such advantage has made our life faster and brought the whole world within our grip Internet communication is a blessing of modern science. With the arrival of smartphone, the use of internet among common people has increased rapidly. People now use it for Facebooking, emailing, Whatsapping and Twittering. Now a man can make friendship with a person in another part of the world through internet communication. In fact, it plays a great role in every walk of life.


ইন্টারনেট।

বঙ্গানুবাদ : যােগাযােগ ব্যবস্থায় ইন্টারনেট যােগাযােগ অত্যাধুনিক আবিষকার। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্যের যােগাযােগ। এটি বিশ্বব্যাপি বহু কম্পিউটারে সংযুক্ত বৃহত্তম পদ্ধতি। প্রকৃতপক্ষে এটি সব নেটওয়ার্ক বা যােগাযােগের গুরু। এখন যেকোন ব্যক্তি শুধু কম্পিউটারের বােতাম চেপে তার ইচ্ছামত যেকোনাে স্থানে যােগাযােগ করতে পারে। এটি নিখুঁত ও দ্রুত কাজ করতে পারে এবং তাৎক্ষনিক যােগাযােগ স্থাপন করতে পারে। সারা বিশ্বের লক্ষ লক্ষ লােক প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেট পৃথিবীকে একটা বৈশ্বিক গ্রামে পারিণত করে দিয়েছে। তার পড়ার কক্ষে বসে থাকা একজন ছাত্র লন্ডনের পাঠাগার বাযবহার করতে পারে এবং তার প্রয়ােজন মতাে তথ্য সপগ্রহ করতে পারে। একজন ব্যবসায়ী তার শয়ন কক্ষে বসেই বিশ্ব বাজার পর্যবেক্ষন করতে পারে। যােগাযােগের উদ্দেশ্যে সে তার ই-মেইলও পাঠাতে পারে। এটি তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর যেকোন গুরুত্বপূর্ণ সংবাদপত্র পড়তে পারি। এখন বেশীরভাগ চাকরীর বিজ্ঞাপন ইন্টারনেটে দেওয়া থাকে এবং চাকরী প্রার্থীগণ এর মাধ্যমে সাড়া দিতে পারে। সর্বস্তরের জনগণ এই চমৎকা যন্ত্রের সুবিধা গ্রহণ করতে পারে। এই সুােগসুবিধাগুলাে আমাদের জীবনকে দ্রুততর করে দিয়েছে এবং পুরোে দুনিয়াটাকে আমাদের় আয়ত্বের মধ্যে এনে দিয়েছে। ইন্টারনেট যোগাযােগ আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। স্মার্ট ফোনের আগমনের সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে হন্টারনেটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন একে ফেইসবুক চালাতে, ই-মেইল করতে, হােয়াটস অ্যাপ এবং টুইটারিং করতে ব্যবহার করে থাকে। এখন মানুষ ইন্টারনেট যোগাযােগের মাধ্যমে পৃথিবীর অপর প্রান্তে থাকা লােকের সাথেও ক্ধুত্ব করতে পারে। প্রকৃতপক্ষে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post