43 । Dengue Fever । ডেঙ্গু জ্বর । Paragraph-Writing ।

Write a paragraph about 'Dengue Fever' by answering the following questions.

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে 'ডেঙ্গু জ্বর' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

43 । Dengue Fever । ডেঙ্গু জ্বর । paragraph ।
Dengue Fever.


(a) What do you mean by 'dengue fever'?
(b) Who carries the virus of this fever?
(c) Where was it found first?
(d) What are the symptoms of dengue fever?
(e) What kind of preventive measures should be taken to get rid of this disease?

(ক) 'ডেঙ্গু জ্বর' বলতে কী বোঝ?
(খ) এই জ্বরের ভাইরাস কে বহন করে?
(গ) এটি কোথায় পাওয়া গেল?
(ঘ) ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি কী কী?
(ঙ) এই রোগ থেকে মুক্তি পেতে কোন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত?


Dengue Fever.

Answer : Dengue is a viral fever caused by the dengu virus. It is transmitted through the bites of 'Aedes' mosquitos. An African female mosquito named Aedes Agypt carries the germ of this disease. It lays eggs in stagnant water of any place. There are two types of dengue fever- Classical and hemorrhagic. Dengue virus has four stereotypes. They are DEN-1, DEN-2, DEN-3 and DEN-4. Any of them can cause dengue fever. But DEN-2 and DEN-3 are too much dangerous. These two stereotypes are responsible for most serious Hemorrhagic dengue fever. Classical dengue fever is not so serious as Hemorrhagic. The symptoms of classical dengue fever are high fever vomiting, stomach-pain, excess headache, pain at joint of bones, waist and backside of eyes. Anyone recovers from it within 3/4 days. Sometimes patient feels weak and averse. But Hemorrhagic dengue fever often causes death of patients. The symptoms of classical dengue fever become extreme in this case. Bleeding continues with these symptoms. Specially bleeding causes from gum and nose. Congealed blood and reddish circle are seen under skin. It causes blood-vomit. Congealed blood in white portion of eyes is found. Black blood goes with stool can afflict brain and heart. It is an infectious desease. Still effective treatment has not come out. Actully 'prevention is better than cure' is perfect in dengue fever. The only way is to control and destroy Aedes mosquito.


ডেঙ্গু জ্বর।

বঙ্গানুবাদ : ডেঙ্গু ভাইরাসের কারণে সংঘটিত ডেঙ্গু একটি সংক্রামক জ্বর। এডিস মশার কামড়ের মাধ্যমে এটি ছাড়ায়। এডিস এজিস্ট' নামক একটি আফ্রিকান স্ত্রী মশা এই রােগের জীবাণু বহন করে। এটি যে কোন জায়গায় জমে থাকা পানিতে ডিম পাড়ে। দুই ধরণের ডেজ্গু জ্বর আছে- ক্লাসিক্যাল ও হেমােরেজিক। ডেজ্গু জবরের চারটা প্রকার আছে। সেগুলো হলাো ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। এগুলাের যে কোন একটির কারণেই ডেঙ্গু জ্বর হতে পারে। কিন্তু ডেন-২ ও ডেন-৩ সবচেয়ে মারাত্মক। এই দুই প্রকার হেমােরেজিক ডেঙ্গু জ্বরের জন্য সবচেয়ে বেশি দায়ী। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর হেমােরেজিক এর মত এত মারাত্মক নয়। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ হলাে উচ্চ মাত্রার জ্বর, বমি, পেট ব্যথা, তীব্র মাথাব্যথা, অস্থিসন্ধি, কোমর ও চোখের পিছনে ব্যথা। যে কেউ ৩/৪ দিনের মধ্যে ভালাে হয়ে যায়। মাঝে মাঝে রােগীরা দুর্বল ও বিরাগ বােধ করে। কিন্তু হেমোেরেজিক ডেঙ্গু জ্বরে রােগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই ক্ষেত্রে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণগুলাে তীব্র হয়ে ওঠে। এই লক্ষণগুলার সাথে সাথে রক্তক্ষরণ চলতে থাকে। বিশেষ করে নাক ও মাড়ি থেকে রক্তক্ষরণ হতে থাকে। তুকের নিচে জমাট রক্ত ও লাল ছােপ দেখা যায়। এটি রক্ত-বমি ঘটায়। চোখের সাদা অংশে জমাট রক্ত দেখা যায়। মলের সাথে নির্গত কালাে রক্ত মস্তিষ ও হদপিন্ডকে আঘাত করে। এটি একটি ছোঁয়াছে রােগ। এখনাে এর কার্যকর কোন চিকিৎসা আসেনি। আসলে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে "প্রতিকারের চেয়ে প্রতিরােধ উত্তম" এটিই হলাে যথার্থ। একমাত্র উপায় হলাে এডিস মশা ধ্বংস ও নিয়ন্ত্রণ করা।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post