36 । Rohingya Refugees । রােহিঙ্গা শরণার্থী । Paragraph-Writing ।

Write a paragraph on 'Rohingya Refugees' by answering the following questions :

প্রশ্নগুলাের উত্তর দিয়ে 'রােহিঙ্গা শরণার্থী' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ।

36 । Rohingya Refugees । রােহিঙ্গা শরণার্থী । paragraph ।
Rohingya Refugees.


(a) Who are they?
(b) How did they become refugees?
(c) What problems did they face before?
(d) What are their present problems?
(e) How can their problems be solved?

(ক) তারা কারা?
(খ) তারা কীভাবে শরণার্থী হয়েছিল?
(গ) তারা এর আগে কোন সমস্যার মুখোমুখি হয়েছিল?
(ঘ) তাদের বর্তমান সমস্যাগুলি কী কী?
(ঙ) কীভাবে তাদের সমস্যাগুলি সমাধান করা যায়?


Rohingya Refugees.

Answer : The Rohingyas are a largely Muslim ethnic minority in Myanmar. They are indigenous to western Myanmar with a heritage of over a millennium. The community claims it is descended from people in pre-colonial Arakan and colonial Arakan. Historically, the region was an independent kingdom between Southeast Asia and the Indian subcontinent. But the present Myanmar government thinks that they are not a national race, but are illegal immigrants from neighboring Bangladesh. This belief of the government has made them the most tortured refugees in the world. They have faced the similar problem before. They have faced military crackdowns in 1978, 1991-1992, 2012, 2015 and 2016-2017. But the present problem began in early August, 2017 when the Myanmar security forces began "clearance operations" against the Rohingya in Rakhine state. Refugees reported many civilians including women and children are being indiscriminately beaten, raped, tortured, shot, hacked to death or burned alive and villages after villages are being burnt down by authorities and Buddhist mobs. But the authorities refused the allegation. They are now living in Bangladesh. To solve their problem is a difficult task. There are many options.But the best option is to send them back to their motherland. The process will be lengthy and difficult. Strong international pressure will be needed so that Myanmar accepts them as citizens. And all the people of the world should stand against this atrocity on the ground of universal brotherhood and concept of humanity.


রােহিঙ্গা শরণার্থী।

বঙ্গানুবাদ : রােহিঙ্গারা হলাে মিয়ানমারের বৃহৎ সংখ্যালঘু নৃ-তাত্ত্বিক জনগাষ্ঠী। এরা সহস্রাব্দেরও বেশি সময় ধরে উত্তরাধিকারসূত্রে পশ্চিম মিয়ানমারের অধিবাসী। ওই জনগােষ্ঠী মনে করে যে এটি আরাকানের প্রাক-উপনিবেশ এবং আরাকান উপনিবেশিক জনগোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছে। ঐতিহাসিকভাবে, এলাকাটি ছিল দক্ষিণপূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি স্বাধীন রাজ্য। কিন্তু বর্তমান মিয়ানমারের সরকার মনে করে যে তারা কোনোে জাতীয় সম্প্রদায় নয় বরং প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী। সরকারের এই বিশ্বাস তাদেরকে বিশ্বের সর্বাধিক নির্যাতিত শরণার্থীতে পরিণত করেছে। পূর্বেও তারা একই সংকটের মুখােমুখি হয়েছে। তারা ১৯৭৮, ১৯৯১- ১৯৯২, ২০১২, ২০১৫ এবং ২০১৬-২০১৭ সালে সামরিক দুঃশাসনের মুখােমুখি হয়েছে। কিন্তু বর্তমান সংকট শুরু হয় ২০১৭ সালের আগস্ট মাসের শুরুতে যখন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে রােহিঙ্গাদের বিরুদ্ধে "অপারেশন ক্লিয়ারেন্স" শুরু করে। শরণার্থীদের রিপার্ট অনুযায়ী নারী, শিশুসহ বহু সাধারণ জনতা নির্বিচারে প্রহ্ত, ধর্ষিত, নির্যাতিত, গুলিবিদ্ধ, মৃত্যুমুখে পতিত অথবা জীবন্ত দখ হচ্ছে এবং গ্রামের পর গ্রাম কর্তৃপক্ষ ও বৌদ্ধ জনগােষ্ঠী কর্তৃক পুড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ অভিযোেগ প্রত্যাখান করে। এরা এখন বাংলাদেশে বসবাস করছে। কিন্তু সর্বোৎকৃষ্ট পথ হলা তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়া। প্রক্রিয়াটি হবে দীর্ঘস্থায়ী এবং কঠিন। শক্তিশালী আন্তর্জাতিক চাপের প্রয়ােজন হবে যেন মিয়ানমার তারদেরকে নাগরিক হিসেবে গ্রহণ করে নেয়। এবং বিশ্ব ভাতৃত্ব ও মানবীয় ধারনার পটভূমিতে এই পাশবিকতার বিরুদ্ধে সকল মানুষের প্রতিরােধ গড়ে তােলা উচিৎ।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post