Answer the following questions to write a paragraph on 'Environment Pollution'. You should write about 200 words :
(a) What is environment pollution?
(b) What are the elements of the environment?
(c) How are the elements of the environment being polluted?
(d) What is the effect of pollution?
(e) How are people responsible for environment pollution?
(f) What should we do to stop environment pollution?
(ক) পরিবেশ দূষণ কী?
(খ) পরিবেশের উপাদানগুলি কী কী?
(গ) পরিবেশের উপাদানগুলি কীভাবে দূষিত হচ্ছে?
(ঘ) দূষণের প্রভাব কী?
(ঙ) পরিবেশ দূষণের জন্য মানুষ কীভাবে দায়ী?
(চ) পরিবেশ দূষণ বন্ধে আমাদের কী করা উচিত?
Environment Pollution.
Answer : Environment means air, water and land where people live, animals and plants etc. Environmental pollution is any unexpected or negative change in the environment. By environmental pollution we mean air, water, noise pollution. However, the two main pollutants are air pollution and water pollution. The most common catalyst that pollutes the air is smoke. By cooking food, making bricks, burning coal and oil, we create smoke. According to buses, trucks, etc., vehicles use petrol and diesel which are responsible for air pollution. On the other hand, water is also polluted in many ways. Our farmers use chemical fertilizers and pesticides on their land which are easily mixed with river and pond water and make it visible. Also, industrial plants dump their waste materials and toxic chemicals. Marine vessels dump oil, food waste, human waste, etc., which severely irritate the water. Not only that, our modern world is badly affected by noise pollution caused by vehicle horns, microphones, etc. It can damage our hearing. Thus, the consequences of environmental pollution are indescribable. It drives us to power. However, in order to live a healthy life, we must take steps to stop pollution. We should all plant more trees to balance the environment. Also, chemical fertilizers and pesticides should not be allowed in the water of rivers, canals and ponds. Unnecessary horns should be stopped especially in school and hospital areas. We need to make our people aware of pollution. Our electronic and print media can play a major role in this regard.
পরিবেশ দূষণ।
বঙ্গানুবাদ : পরিবেশ বলতে বায়ু, পানি ও ভূমিকে বুঝায় যেখানে মানুষ জীবজন্তু ও গাছপালা ইত্যাদি বসবাস করে। পরিবেশের যে কোন অপ্রত্যাশিত বা নেতিবাচক পরিবর্তনকেই পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বলতে আমরা বায়ু, পানি, শব্দ দূষণকে বুঝি। যাইহােক, প্রধান দুটি দূষণ ইলাে বায়ু দূষণ ও পানি দূষণ। সবচেয়ে সাধারণ অনুঘটক যা বায়ুকে দূষিত করে তা হলাে ধোঁয়া। খাবার রান্না করে, ইট তৈরী করে কয়লা ও তেল পুড়িয়ে আমরা ধোঁয়া সৃষ্টি করি। বাস, ট্রাক ইত্যাদির মতাে যানবাহন পেট্রোল ও ডিজেল ব্যবহার করে যা বায়ু দূষণের জন্য দায়ী। পক্ষান্তরে, পানিও নানাভাবে দূষিত হয়। আমাদের কৃষকেরা তাদের জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যা সহজেই নদী ও পুকুরের পানিতে মিশ্রিত হয় এবং একে দৃষিত করে। এছাড়াও, শিল্প কারখানাগুলো তাদের বর্জ্য পদার্থ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে। সামুদ্রিক জলযান তেল, খাবারের বর্জ্য, মানুষের বর্জ্য ইত্যাদি নিক্ষেপ করে যা পানিকে মারাত্মকভাবে ব্যাথিত করে। শুধু তাই নয় আমাদের আধুনিক দুনিয়া শব্দ দূষণ দ্বারা ভীষণভাবে আক্রান্ত যা যানবাহনের হর্ন, মাইক্রোফোন ইত্যাদি কর্তৃক সৃষ্ট হয়। এটি আমাদের শ্রবণ শক্তিকে নষ্ট করে দিতে পারে। সুতরাং, পরিবেশ দূষণের পরিণাম বর্ণনাতীত। এটি আমাদেরকে মতার দিকে ধাবিত করে। যাইহােক, সুস্থ জীবন যাপন করার জন্য আমাদের দূষণ বন্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। পরিবেশকে ভারসামাপ রাখার জন্য আমাদের সকলের আরাে অধিক গাছ লাগানাে উচিৎ। এছাড়াও নদী, খাল ও পুকুরের পানিতে রাসায়নিক সার ও কীটনাশ মিশতে দেওয়া উচিৎ নয়। অপ্রয়ােজনীয় হর্ণ বিশেষ করে স্কুল ও হাসপাতাল এলাকায় বন্ধ করতে হবে। আমাদের জনগণকে দূষণ সম্পর্কে সচেতন করা প্রয়ােজন। এই ব্যাপারে আমাদের ইল্ট্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া মূখ্য ভূমিকা পালন করতে পারে।
Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.