19 । A School Magazine । একটি স্কুল ম্যাগাজিন । Paragraph-Writing ।

Write a paragraph on 'A School Magazine' by answering the following questions.

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে 'একটি স্কুল ম্যাগাজিন' এ অনুচ্ছেদ লিখুন।

19 । A School Magazine । একটি স্কুল ম্যাগাজিন । paragraph ।
A School Magazine.


(a) What is a school magazine?
(b) How is it published?
(c) What does it contain?
(d) How does it help the young learners?
(e) Why is it important?

(ক) স্কুল ম্যাগাজিন কী?
(খ) এটি কীভাবে প্রকাশিত হয়?
(গ) এতে কী রয়েছে?
(ঘ) এটি কীভাবে তরুণ শিক্ষানবিদেরকে সহায়তা করে?
(ঙ) কেন এটি গুরুত্বপূর্ণ?


A School Magazine Or Our School Magazine.

AnswerA school magazine is an annual or fortnightly publication of a school. It is a medium through which both student teachers demonstrate their creative abilities. It is supposed to be published every year but in reality it is published every two or three years. A magazine committee was formed to publish the magazine. A student becomes an editor and a senior teacher becomes an advisor. Other teachers assist the committee in publishing it. The head teacher is the main patron. There is a magazine fund which is formed to give chada to the students. The school magazine contains the writings of the students and teachers of the school. School magazines usually contain poems, short stories, jokes, solo screenplays, essays and school articles. It contains school reports throughout the year. At first, the editor called for a letter from the student-teacher. After proper editing, the selected text is printed and sent to the press for publication. School magazines encourage students to engage in literary activities. School Magazine Hall is a creative magazine that helps students express their feelings and thoughts. It awakens their thinking and improves their creative skills. Regular writing in magazines gives a student skills in language. It gives students the opportunity to become poets, writers and journalists in the future. Thus a school magazine became a training ground for students to write literature. So every school must have its own magazine.


একটি স্কুল ম্যাগাজিন বা আমাদের স্কুল ম্যাগাজিন।

বঙ্গানুবাদস্কুল ম্যাগাজিন হলাে কোন বিদ্যালয়ের বার্ষিক বা পাক্ষিক প্রকাশনা। এটি একটি মাধ্যম যার মাধ্যমে ছাত্র শিক্ষক উভয়ই তাদের সৃজনশীল ক্ষমতাকে প্রদর্শন করে। এটি প্রতি বছর প্রকাশিত হওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে এটি দু'তিন বছর পর পর প্রকাশিত হয়ে থাকে। ম্যাগাজিন প্রকাশের জন্য একটি ম্যাগাজিন কমিটি গঠিত হয়। একজন ছাত্র সম্পাদক হয় এবং একজন জ্যেষ্ঠ শিক্ষক উপদেষ্টা হন। অন্যান্য শিক্ষকগণ এটি প্রকাশ করার ব্যাপারে কমিটিকে সাহায্য করে থাকে। প্রধান শিক্ষক থাকেন প্রধান পৃষ্ঠপাষক। একটি ম্যাগাজিন তহবিল থাকে যা ছাত্রছাত্রীদের চাদা দিতে গঠিত হয়। স্কুল ম্যাগাজিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহােদয়ের লেখালেখি থাকে। স্কুল ম্যাগাজিনে সাধারণত কবিতা, ছােট গল্প, কৌতুক, একক চিত্রনাট্য, ধারধাী ও বিদ্যালয় সংক্রান্ত লেখালেখি থাকে। এতে সারা বছরের বিদ্যালয়ের রিপাের্ট (তথ্য) থাকে। প্রথমে সম্পাদক ছাত্র-শিক্ষকমহােদয়ের কাছ থেকে লেখা আহ্বান করেন। সঠিক সম্পাদনার পর নির্বাচিত লেখাটি ছাপানাে ও প্রকাশনার জন্য প্রেসে পাঠানাে হয়। স্কুল ম্যাগাজিন ছাত্রছাত্রীদেরকে সাহিত্যক কর্মকান্ডে উৎসাহিত করে। স্কুল ম্যাগাজিন হলাে একটা সৃষ্টিশীল সাময়িকী যা ছাত্রছাত্রীদেরকে তাদের অনুভূতি ও চিন্তাধারণা প্রকাশ করতে সাহায্য করে। এটি তাদের চিন্তাশক্তিকে জাগ্রত করে এবং তাদের সৃষ্টিশীল দক্ষতাকে উন্নত করে। সাময়িকীতে নিয়মিত লেখালেখি একজন ছাত্রকে ভাষার উপর দক্ষতা দান করে। এটি ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে কবি, লেখক ও সাংবাদিক হওয়ার জন্য সুযােগ সৃষ্টি করে। এভাবে একটা স্কুল ম্যাগাজিন ছাত্রছাত্রীদের সাহিত্য রচনার একটি প্রশিক্ষন ক্ষেত্র পরিণত হয়। সুতরাং প্রতিটি বিদ্যালয়ের অবশ্যই নিজস্ব ম্যাগাজিন থাকা উচিৎ।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post