13 । A fox and Crow । শিয়াল ও কাক । Completing-Story ।

Read the beginning of a story. Write 'ten new' sentences to complete the story.

গল্পের শুরুটা পড়। গল্পটি সম্পূর্ণ করতে 'দশটি নতুন' বাক্য লেখ।

One day a crow stole a piece of meat. It flew away and sat on the branch of a tree. Suddenly a fox -----

একদা এক কাক এক টুকরা মাংস চুরি করল। এটি উড়ে গিয়ে একটি গাছের শাখায় বসল। হঠাৎ একটি -----


13 । A fox and Crow । শিয়াল ও কাক । completing story ।
A fox and Crow.


Title : A fox and Crow.

Answer : One day a crow stole a piece of meat. It flew away and sat on the branch of a tree Suddenly a fox came under the tree. The fox became very greedy seeing the piece of meat in crow's mouth. The fox was very cunning. He made a trick to get that. He started thinking what to do. At last an idea crossed his head and he thought this word would work well. He started praising the crow. He said the crow that he is the most beautiful bird in the world And his voice is sweeter than any other bird in the world. All the birds are inferior to him He described himself as a fan of crow's song. So he requested the crow to sing a song for him. The crow could not understand the trick of the fox. He felt very happy. Then the crow opened his mouth and started cawing. The piece of meat fell on the ground. The fox grasped it. When leaving, the fox advised the crow not to believe a flatterer in future.


শিরোনাম : শিয়াল ও কাক।

বঙ্গানুবাদ : একদা এক কাক এক টুকরা মাংস চুরি করল। এটি উড়ে গিয়ে একটি গাছের শাখায় বসল। হঠাৎ একটি শিয়াল গাছটির নিচে এলাে। কাকের মুখে মাংস দেখে শিয়ালটির খুব লােভ হলাে। শিয়ালটি খুব ধূর্ত ছিল। সে এটি পাওয়ার জন্য একটা ফন্দি আঁটল। কী করা যায় সে ভাবতে লাগল। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলাে এবং সে ভাবল এই কথাগুলা ভালাে কাজ করবে। সে কাকটির প্রশংসা করতে শুর করল। সে কাকটিকে বলল যে সে বিশ্বের সবাচাইতে সুন্দর পাখি। এবং তার কণ্ঠ পৃথিবীর যে কোনাে পাখির চেয়ে সুন্দর। সব পাখিই তার চেয়ে নিকৃষ্ট। সে নিজেকে কাকের গানের ভক্ত বলে পরিচয় দিল। তাই সে কাকটিকে তার জন্য একটি গান গাওয়ার অনুরােধ করল। কাকটি শিয়ালের চালাকি বুঝতে পারেনি। সে খুব খুশি হল। তারপর কাকটি তার মুখ খুলল এবং কা কা শুরু করল। মাংসের টুকরাটি নিচে পড়ে গেল। শিয়ালটি তা গ্রাস করে নিল। যাওয়ার সময় শিয়ালটি কাকটিকে ভবিষ্যতে কোনাে চাটুকারকে বিশ্বাস না করার উপদেশ দিল।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post