08 । Honesty is the best policy । সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । Completing-Story ।

Read the beginning of the story. Write 'ten new' sentences to complete the story.

গল্পের শুরুটা পড়ুন। গল্পটি সম্পূর্ণ করতে 'দশটি নতুন' বাক্য লেখুন।

Abdur Rahim is a rickshaw puller. He is very poor. Every day he has to work hard to maintain his family. One day, while he was pulling rickshaw, a gentleman got on his rickshaw. The man reached the destination and paid him the fare. But at the time of putting his purse into his pocket, it dropped inside the rickshaw. The man went away -----

আব্দুর রহিম একজন রিক্সাচালক। সে খুব গরীব। সংসার চালানাের জন্য তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। একদিন রিক্সা চালানাের সময় একজন ভদ্রলােক তার রিক্সায় যাত্রী হিসেবে ওঠে। লােকটি গন্তব্যে পৌছে তার ভাড়া পরিশােধ করে দেয়। কিন্তু টাকার ব্যাগটি পকেটে ঢুকানাের সময় এটি রিক্সার মধ্যে পড়ে যায়। লােকটি চলে যায় -----


08 । Honesty is the best policy । সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । completing story ।
Honesty is the best policy.


Title : Honesty is the best policy.

Answer : Abdur Rahim is a rickshaw puller. He is very poor. Every day he has to work hard to maintain his family. One day, while he was pulling rickshaw, a gentleman got on his rickshaw. The man reached the destination and paid him the fare. But at the time of putting his purse into his pocket, it dropped inside the rickshaw. The man went away and after sometime Abdur Rahim noticed it in the rickshaw. He became very worried about what to do with the purse. He was in a dilemma. At last he decided to submit it to the nearby police station. Then he went to the nearby PO. The police officer found it containing a huge amount of money. The police officer kept the contacts of the rickshaw puller. After that the police officer contacted with the owner of the purse. After identifying the real owner of the bag, the police officer handed over the bag. When the owner of the purse found his lost bag, he became very joyous. He and the police officer contacted the rickshaw driver. They decided to reward him. According to decision, the owner gave him TK 10000 as a reward of his honesty.


শিরোনাম : সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

বঙ্গানুবাদ : আব্দুর রহিম একজন রিক্সাচালক। সে খুব গরীব। সংসার চালানাের জন্য তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। একদিন রিক্সা চালানাের সময় একজন ভদ্রলােক তার রিক্সায় যাত্রী হিসেবে ওঠে। লােকটি গ্তব্যে পৌঁছে তার ভাড়া পরিশােধ করে দেয়। কিন্তু টাকার ব্যাগটি পকেটে ঢুকানাের সময় এটি রিক্সার মধ্যে পড়ে যায়। লােকটি চলে যায় এবং কিছুক্ষণ পরে আব্দুর রহিম রিকশায় সেটি দেখতে পেল। সে ব্যাগটি নিয়ে কি করবে তা ভেবে চিন্তিত হয়ে পড়ল। সে হতবুদ্ধিকর অবস্থায় পড়ে গেল। অবশেষে সে এটি নিকটবর্তী পুলিশ স্টেশনে জমা দেয়ার সিদ্ধান্ত নিল। অতঃপর সে নিকটবর্তী পুলিশ অফিসে গেল। পুলিশ অফিসার দেখলো এতে অনেক টাকা আছে। পুলিশ অফিসার রিকশাওয়ালার ফোন নাম্বার রাখল। এরপর পুলিশ অফিসারটি পার্সের মালিকের সাথে যোগাযােগ করল। ব্যাগের প্রকৃত মালিককে সনাক্ত করার পর পুলিশ অফিসার ব্যাগটি হস্তান্তর করল। যখন পার্সের মালিক তার হারানাে ব্যাগ ফিরে পেল, সে উৎফুল্ল হয়ে উঠল। সে এবং পুলিশ অফিসারটি রিকশাচালকের সাথে যােগাযােগ করল। তারা তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাগ মালিক তাকে তার সততার পুরস্কার হিসেবে দশ হাজার টাকা দিল।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post