18 । Air Pollution । বায়ু দূষণ । Paragraph-Writing ।

Answer the following questions to write a paragraph on 'Air Pollution'. You should write about 200 words.

নিচের প্রশ্নগুলার উত্তর দিয়ে 'বায়ু দূষণ' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। প্রায় ২০০ শব্দের মধ্যে তােমাকে অনুচ্ছেদটি লিখতে হবে।

18 । Air Pollution । বায়ু দূষণ । paragraph ।
Air Pollution.


(a) What is air pollution?
(b) How is air polluted?
(c) What are the main reasons of air pollution?
(d) What are the demerits of air pollution?

(ক) বায়ু দূষণ কী?
(খ) বায়ু কীভাবে দূষিত হয়?
(গ) বায়ু দূষণের মূল কারণগুলি কী কী?
(ঘ) বায়ু দূষণের কৃত্রিমতাগুলি কী কী?


Air Pollution.

Answer : Air is an important element of our environment. No living thing can survive on this earth without air. When this air is polluted it is called air pollution. But there are various reasons behind air pollution. Smoke is the main culprit which causes serious air pollution. People light fires to cook, make bricks, and melt tar for roads and many other things. Fire causes smoke and pollutes the air. Railway locomotives and power plants burn coal and oil to create smoke. Industrial factories also emit a lot of rice. Buses, trucks and cars use petrol and diesel oil. These also spread. Again, the world is producing millions of tons of household waste and toxic industrial waste every year. The emission of this waste also reflects the air. There are many disadvantages to air pollution. It causes a variety of ailments, including heart disease, bronchitis and asthma. Air pollution is more severe in industrial areas than in cities and towns. If air pollution continues like this, the whole country will be in a serious crisis. Now is the right time to take action against air pollution. Some of the effective measures may be to ensure public awareness, protection of green forests, creation of green enclosures, etc. If we can ensure these steps then we will definitely get an air pollution free environment. Moreover, our next generation will also get a healthy and safe world.


বায়ু দূষণ।

বঙ্গানুবাদ : বায়ু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটা উপাদান। বায়ু ছাড়া এই পৃথিবীতে কোন জীবকূল বেঁচে থাকতে পারে না। যখন এই বাতাস দূষিত হয় তখন একে বায়ু দূষণ বলে। কিন্তু বায়ু দূষণের পিছনে নানাবিধ কারণ রয়েছে। ধোঁয়া হলাে প্রধান অপরাধী যা মারাত্মক বায়ু দূষণের কারণ। মানুষ রান্নাবান্না করতে, ইট তৈরীতে, এবং রাস্তানির্মাণের জন্য আলকাতারা গলাতে ও অন্যান্য বহু কিছু করতে আগুন জ্বালায়। আগুন ধোঁয়ার সৃষ্টি করে এবং বাতাসকে দূষিত করে। রেল ইঞ্জিন ও বিদ্যুৎকেন্দ্রগুলো কয়লা ও তেল পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি করে। শিল্প কারখানাগুলােও প্রচুর ধঁয়ার নিঃসরণ ঘটায়। বাস, ট্রাক ও গাড়ি পেট্রোল ও ডিজেল তেল ব্যবহার করে। এগুলোও ধােয়া ছড়ায়। আবার পৃথিবী প্রতি বছর লক্ষ লক্ষ টন গৃহস্থালী আবর্জনা ও বিষাক্ত শিল্পজাত ময়লা উৎপাদন করছে। এই ময়লা আবর্জনার নিঃসরণও বায়ুকে দৃষিত করে। বায়ু দূষণের বহু অপকারিতা রয়েছে। এটি হৃদযন্ত্রের অসুস্থতা, ব্রজ্কাইটিস ও এজমার মতাে বহু ধরণের রােগের সৃষ্টি করে। বায়ু দূষণ শহর ও নগরীর মতাে শিল্প এলাকায় অধিক মারাত্মক।  যদি এইভাবে বায়ুদূষণ চলতে থাকে তাহলে পুরাে দেশ মারাত্মক সংকটে পড়বে।  বায়ুদূযণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়। এর কতিপয় কার্যকরী পদক্ষেপ হতে পারে গণসচতনতা, সবুজ বনাঞ্চল রক্ষা, সবুজ বেষ্টনী সৃষ্টি ইত্যাদি নিশ্চিত করতে হবে। যদি আমরা এসব পদক্ষেপ নিশ্চিত করতে পারি তাহলে ও নিশ্চিতভাবে একটা বায়ু দূষণ মুক্ত পরিবেশ পাব। অধিকন্তু আমাদের পরবর্তী প্রজন্মও পাবে সুস্থ ও নিরাপদ পৃথিবী।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.

Post a Comment (0)
Previous Post Next Post