👉Write a paragraph about 'Independence Day'. Try to answer the following questions below.
'স্বাধীনতা দিবস' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। নিচের অধীনে নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন।
Independence Day.
Answer : Independence Day is a very significant and memorable day in our national life. The bloody armed struggle for the independence of Bangladesh began with the declaration of independence on March 26, 1971. This day is a colorful memorial of self-respect as an independent nation. The Awami League won an absolute majority in the 1970 parliamentary elections. But ignoring the verdict of the people, the government of Pakistan tried to stay in power through conspiracy. The people of this country could not accept it at all. Bangabandhu started the Bengali movement under the leadership of Sheikh Mujibur Rahman. Terrified by the movement of the people of this country, on the night of March 25, 1971, the barbaric ruling party of Pakistan attacked the unarmed innocent people of Bangladesh. Murder, looting, rape, arson and other forms of barbarism were carried out all over the country. The fearless Bengali's of this country also formed a resistance against the Pakistani ruling class. Bangladesh emerged victorious on 16th December 1971 after 9 months of bloody clashes. March 26th was declared Independence Day and March 26th is our Independence Day. This day is celebrated with special dignity by the state every year. Independence Day is a day of great pride and dignity in our national life.
স্বাধীনতা দিবস।
বঙ্গানুবাদ : স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যময় এবং স্মরণীয় দিন। বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্তাক্ত সশস্ত্র সংগ্রাম ১৯৭১ সালের ২৬-শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল। এই দিনটি স্বাধীন জাতি হিসাবে আত্ম-শ্রদ্ধার এক বর্ণময় স্মৃতিসৌধ। ১৯৭০ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু জনগণের রায় উপেক্ষা করে পাকিস্তান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। এদেশের মানুষ একেবারেই মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি আন্দোলন শুরু করেছিলেন। এদেশের জনগণের আন্দোলনে আতঙ্কিত হয়ে ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানের বর্বর শাসক দল বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ মানুষকে আক্রমণ করে। খুন, লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরণের বর্বরতা সারা দেশে চালানো হয়েছিল। এদেশের নির্ভীক বাঙালিরাও পাকিস্তানি শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ১৯৭১ সালের ১৬-ই ডিসেম্বর বালাদেশ বিজয়ী হন। ২৬-শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল এবং ২৬-শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিনটি রাষ্ট্র কর্তৃক বিশেষ মর্যাদায় পালিত হয়। স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে মহান গৌরব ও মর্যাদার দিন।
⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !
An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application
৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।
Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'WritingSkill24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !
You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----
খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----
[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'WritingSkill24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]
[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'WritingSkill24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]
Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.
দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।
Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'WritingSkill24' in the search bar and click Go or Ok button Please.
এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'WritingSkill24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।
Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.