05 । A Letter to your pen friend describing her about your country । Letter-Writing ।

আপনার বিদেশ বন্ধুকে আপনার দেশ সম্পর্কে বর্ণনা করে একটি চিঠি লিখুন ।

👉Imagine, you are Shamim/Shamima living on Kalitola Road in Bogra. You have a pen friend Vicky, who lives at 22 Park Street in the United States. He wants to know about Bangladesh. Now, write a letter to your pen buddy to describe your country.

ভাবুন, আপনি শামীম/শামীমা বগুড়ার কালিটোলা রোডে বাস করছেন। আপনার একটি বিদেশ বন্ধু আছে ভিকি, যিনি 22 পার্ক স্ট্রিট মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি বাংলাদেশ সম্পর্কে জানতে চান। এখন, আপনার বিদেশ বন্ধুকে আপনার দেশ সম্পর্কে বর্ণনা করে একটি চিঠি লিখুন।


05 । A letter to your pen friend describing her about your country । আপনার বিদেশ বন্ধুকে আপনার দেশ সম্পর্কে বর্ণনা করে একটি চিঠি লিখুন ।
A letter to your pen friend describing her about your country.


Kalitola Road
Bogra
April 10, 2021

Dear Vicky,
Take my sincere love and best wishes. Your last letter has given me a lot of joy. In the letter you wanted to know about my country.

You may know that Bangladesh is located in the southeastern part of Asia. It is a beautiful country with an area of ​​1,47,570 square kilometer. The total population is about 160 million. It is bordered on three sides by India from west, north and east. Some of it is bordered by Myanmar to the east and the Bay of Bengal to the south. It is a densely populated country. Rice is the main food. People also eat fish, meat, wheat, vegetables etc. Almost all people speak Bengali. More than 75% of the population is Muslim and Hinduism is the second religion. There are also Christians, Buddhists, etc. The climate of the country is mainly warm and dry. It basically has three seasons- summer, monsoon and winter. The country is rich in natural resources. Natural gas is the main one. The country is naturally very beautiful. We have the Sundarbans which is the largest mangrove forest in the world. Our Cox’s Bazar which is the longest beach in the world. There are many famous and eminent poets in our country. Kazi Nazrul Islam is our national poet.

No more today. Best wishes.

Yours always,
Shamim

[ Envelopes must be made here. ]


বঙ্গানুবাদ :

কালীটোলা রোড
বগুড়া
10 এপ্রিল, 2021

প্রিয় ভিকি,
আমার আন্তরিক ভালবাসা এবং শুভেচ্ছা নিন। আপনার শেষ চিঠিটি আমাকে প্রচুর আনন্দ দিয়েছে। চিঠিতে আপনি আমার দেশের সম্পর্কে জানতে চেয়েছিলেন।

আপনি হয়ত জানেন যে বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। এটি একটি সুন্দর দেশ যার আয়তন 1,47,570 বর্গকিলোমিটার। মোট জনসংখ্যার সংখ্যা প্রায় 160 মিলিয়ন। এটি ভারতের তিন দিক থেকে পশ্চিম, উত্তর এবং পূর্ব থেকে সীমানাযুক্ত। এর পূর্বের কিছু অংশ মায়ানমারের সীমানা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। ভাত প্রধান খাদ্য। মানুষ মাছ, মাংস, গম, শাকসবজি ইত্যাদিও খায় প্রায় সব লোকই বাংলা ভাষায় কথা বলে। জনসংখ্যার ৮৫ শতাংশের বেশি মুসলমান এবং হিন্দু ধর্ম দ্বিতীয় ধর্ম। খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদিও রয়েছে। দেশের আবহাওয়া মূলত উষ্ণ এবং শুষ্ক থাকে। এটির মূলত তিনটি ঋতু রয়েছে- গ্রীষ্ম, বর্ষাকাল এবং শীত। দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এর মধ্যে প্রাকৃতিক গ্যাসই মূল। দেশটি স্বাভাবিকভাবেই খুব সুন্দর। আমাদের কাছে সুন্দরবন যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। আমাদের কক্সবাজার যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আমাদের দেশে অনেক নামী ও বিশিষ্ট কবি আছেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।

আজ আর নয়। শুভকামনা রইল।

তোমার সর্বদা,
শামীম

এখানে খাম আকতে হবে। ]

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸


বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'WritingSkill24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----


[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'WritingSkill24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'WritingSkill24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]


Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।


Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'WritingSkill24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'WritingSkill24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

WritingSkill24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post