05 । একটি Paragraph দিয়ে অনেক Paragraph লেখার পদ্ধতি । E.g. Load Shedding, Traffic Jam, Environment Pollution, ইত্যাদি । Freehand-Writing-Tips ।

👉The following format can be used to write any of the following paragraphs. In this case you have to write the name of the corresponding 'paragraph' in 'space'.

নিচের Paragraph গুলাের যে কোনটি লিখতে নিচের Format টি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে 'শূন্যস্থানে' সংশ্লিষ্ট 'Paragraph' টির নাম লিখতে হবে।


05 । একটি Paragraph দিয়ে অনেক Paragraph লেখার পদ্ধতি । E.g. Load Shedding, Traffic Jam, Environment Pollution, ETC । Freehand writing tips ।
Paragraph of social problems.


সামাজিক সমস্যা গুলোর অনুচ্ছেদ।

01. Dengue Fever । ডেঙ্গু জ্বর।
02. Acid Throwing/Rain । অ্যাসিড নিক্ষেপ/বৃষ্টি।
03. Drug Addiction । মাদকাসক্তি।
04. Danger of Smoking । ধূমপানের বিপদ।
05. Environment Pollution । পরিবেশ দূষণ।
06. Air / Water Pollution । বায়ু/জল দূষণ।
07. Sound Pollution । শব্দ দূষণ।
08. Arsenic Contamination । আর্সেনিক দূষণ।
09. Loud Speaker । লাউড স্পিকার।
10. Mosquito Menace । মশার ঝুঁকি।
11. Campus Violence । ক্যাম্পাসের সহিংসতা।
12. Black Money । কালো টাকা।
13. Street Quarrel । রাস্তার ঝগড়া।
14. Poverty/Begging । দারিদ্র্য/ভিক্ষা।
15. Political Crisis/Anarchy । রাজনৈতিক সঙ্কট/নৈরাজ্য।
16. Deforestation । বনভূমি।
17. Price Spiral । দাম সর্পিল।
18. Computer Virus । কম্পিউটার ভাইরাস।


19. Robbery । ছিনতায়।
20. Bribery । ঘুষ।
21. Rape । ধর্ষণ।
22. Natural Disaster । প্রাকৃতিক দুর্যোগ। 
23. A Hartal Day । একটি হরতাল দিবস।
24. Load Shedding । লোড শেডিং।
25. Corruption । দুর্নীতি।
26. Terrorism । সন্ত্রাসবাদ।
27. Hijacking । হাইজ্যাকিং।
28. Literacy । সাক্ষরতা।
29. Traffic Jam । ট্র্যাফিক জাম।
30. Might is Right । সঠিক হতে পারে।
31. Dowry System । যৌতুক সিস্টেম।
32. Greenhouse Effect । গ্রিনহাউস প্রভাব।
33. Unfair Means In Exam । পরীক্ষায় অনুচিত মানে।
34. Bomb Blast । বোমা বিস্ফোরণ।
35. War/quarrel । যুদ্ধ/কলহ।
36. World War । বিশ্বযুদ্ধ।


Answer : ----- A great problem. Our lives are full of different problems. Moreover, we have to face various problems on a daily basis. ----- One of them. This is a regular problem in our daily lives. It is published daily in newspapers. Truly this is a thinking problem in our society. Currently it is rapidly getting out of control. ----- Creates many more problems. We can never think of our normal life because of this. It hinders our lives, above all development and progress. People are suffering unceasingly because of this. In modern times ----- is considered as the curse of our country. Because it destroys the standard of living and destroys the peace and happiness of the common man. However, this situation should not last long. Men want to get rid of it -----. This problem should be controlled as soon as possible because it leads to our destruction. First of all, the views of the people and their concerns must be taken into account. To this end, all types of people in our country need to be vigilant and the government must take effective steps to eradicate their problems from society. In addition, law enforcement must be proactive and sincere in addressing these concerns. We have to listen to the mind which give any benefit to us, society or nation. Rather it takes away a lot of things. So, at any cost we have to uproot it from the society for our own betterment.


বঙ্গানুবাদ : ----- একটি দুর্দান্ত সমস্যা। আমাদের জীবন বিভিন্ন সমস্যায় পূর্ণ। তাছাড়া প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। ----- তাদের একজন। এটি আমাদের প্রতিদিনের জীবনে নিয়মিত সমস্যা। এটি প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়। সত্যই এটি আমাদের সমাজে একটি চিন্তার সমস্যা। বর্তমানে এটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলেছে। ----- আরও অনেক সমস্যা তৈরি করে। এর কারণে আমরা কখনই আমাদের সাধারণ জীবন নিয়ে ভাবতে পারি না। এটি আমাদের জীবনকে বাধা দেয়, সর্বোপরি উন্নয়ন এবং অগ্রগতির উর্ধ্বে। মানুষ এর কারণে অনিশ্চিতভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আধুনিক যুগে ----- কে আমাদের দেশের অভিশাপ হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটি জীবনযাত্রার মান ধ্বংস করে দেয় এবং সাধারণ মানুষের শান্তি ও সুখকে ধ্বংস করে দেয়। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হওয়া উচিত নয়। পুরুষরা এর থেকে মুক্তি পেতে চায় -----। এই সমস্যাটি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করা উচিত কারণ এটি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। সবার আগে, জনগণের মতামত এবং তাদের উদ্বেগগুলি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। এ লক্ষ্যে আমাদের দেশের সকল প্রকারের মানুষকে সজাগ থাকতে হবে এবং তাদের সমস্যাগুলি সমাজ থেকে নির্মূল করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তদতিরিক্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই এই উদ্বেগগুলি সমাধান করতে সচল এবং আন্তরিক হতে হবে। আমাদের মনের কথা শুনতে হবে যা আমাদের, সমাজ বা জাতিকে কোনও উপকার দিতে পারে। বরং এটি অনেক কিছুই কেড়ে নেয়। সুতরাং, আমাদের নিজের উন্নতির জন্য যে কোনও মূল্যে আমাদের এটি সমাজ থেকে উপড়ে ফেলতে হবে।


👦।। Read More Freehand-Writing-Tips ।।  আরও ফ্রিহ্যান্ড-রাইটিং-টিপস পড়ুন ।।👦






⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸


বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে আপনাকে স্বাগতম !

An Essential Web Site Of
Paragraph, Composition, Letter & Application

৬ষ্ঠ➪৯ম, SSC, HSC, Degree (Pass/Hons.) এবং BCS সহ সকল শ্রেণীর জন্য।

Freehand Writing -এর উপর দুর্দান্ত Tips সমৃদ্ধ এই 'WritingSkill24' ওয়েব সাইট টি আপনাকে Paragraph, Composition, Letter, Application, CV, প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে !

You will learn English by playing. Satisfaction will be satisfied with new learning. Not only do you have to be first in class, you have to build the foundation for getting a chance in university now. You are one of thousands of so-called A + students. Boast yourself in your own right. I will teach you, you will learn; I promised success, I promised. ----

খেলতে খেলতে ইংরেজি শিখবে তুমি। তৃপ্ত হবে নতুন শেখার তৃপ্তিতে। শুধু ক্লাসে ফার্স্ট হলেই চলবে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভিত্তি তাে গড়তে হবে এখনই। হাজারাে তথাকথিত A+ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন তুমি। নিজেকে ফুটিয়ে তোল ঠিক নিজস্বতায়। শেখাব তােমায়, শিখবে তুমি; সফলতা ছুইয়ে দেব, কথা দিলাম আমি। ----


[ Note : If there is any 'wrong typing' in this article, you will be forgiven. With mobile you can use the 'WritingSkill24' web site to practice 'best reading' all the time wherever you are. If you want, you can benefit your siblings or friends by sharing via social media given below this article to practice reading on mobile at any time. Thanks. ]

[ বি দ্র : এই আর্টিকেলের মধ্যে কোথাও 'ভুল টাইপিং' থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইল এর মাধ্যমে আপনি যেখানে সেখানে সব সময় 'সর্বোত্তম পড়ালেখা' অনুশীলন করার জন্য 'WritingSkill24' ওয়েব সাইট টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ভাই-বোন অথবা বন্ধুদের যেকোন সময় মোবাইলে পড়ালেখা অনুশীলন করার জন্য এই আর্টিকেলের নিচে দেওয়া Social media এর মাধ্যমে Share করে আপনি আপনার ভাই-বোন অথবা বন্ধুদের উপকার করতে পারেন। ধন্যবাদ। ]


Directions : Dear student friends, if you would like to read more articles in the 'same category' of this website, or would like to see all the articles in this category in this website, click or touch the image used in this article.

দিকনির্দেশনা : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই ওয়েব সাইটের 'একই ক্যাটাগরির' আরও আর্টিকেল পড়তে চান, অথবা এই ওয়েব সাইটের 'এই ক্যাটাগরির' সব আর্টিকেল গুলো পর পর দেখতে চান, তাহলে এই আর্টিকেলে ব্যবহৃত ছবির উপর ক্লিক করুন অথবা স্পর্শ করুন।


Thank you so much for reading this article. If you want to 'read regularly' on this web site, or get a 'good experience' in any exam, then at any time go to your mobile or computer or any browser on the tab or go to Google and type 'WritingSkill24' in the search bar and click Go or Ok button Please.

এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ‍ওয়েব সাইটে 'নিয়মিত পড়ালেখা' করতে চান, অথবা যে কোন পরীক্ষায় 'ভাল অভিজ্ঞতা' পেতে চান, তাহলে যেকোন সময়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের যেকোন ব্রাউজারে অথবা Google-এ যেয়ে সার্চ বারে 'WritingSkill24' লিখে Go বা Ok বাটনে ক্লিক করুন।

WritingSkill24        
EnglishTecnic24করুন।

Thank you for reading this article. Please share, Comment this and support my website to grow further.
Post a Comment (0)
Previous Post Next Post